WB Panchayat Polls 2023: পঞ্চায়েত ভোটের আগে কালো টাকা, আগ্নেয়াস্ত্র পাচারের রমরমা রুখতে নাকা চেকিং

Rony Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Jun 13, 2023 | 6:49 AM

Panchayet Election: যে কোনও ভোটের আগেই সীমানা এলাকাগুলি হয়ে ওঠে আগ্নেয়াস্ত্র পাচার, অবৈধ মদ পাচার, কালো টাকার আদানপ্রদান, নেশার সামগ্রী পাচারের করিডর।

WB Panchayat Polls 2023: পঞ্চায়েত ভোটের আগে কালো টাকা, আগ্নেয়াস্ত্র পাচারের রমরমা রুখতে নাকা চেকিং
নাকা চেকিং চলছে।

Follow Us

ধূপগুড়ি: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র জলপাইগুড়ি জেলাজুড়ে শুরু হল নাকা চেকিং। জাতীয় সড়ক এবং এশিয়ান হাইওয়ে ৪৮ সড়কে বেরিয়ার লাগিয়ে চলছে গাড়ি তল্লাশি। প্রত্যেকটি সীমান্ত এলাকার পাশাপাশি জেলার শেষ সীমানায় চলছে বিশেষ তল্লাশি অভিযান। যে সমস্ত পুলিশি নাকা চেক পোস্ট রয়েছে, সেখানেও বাড়তি নজরদারি। বিশেষ করে ভিন রাজ্যের গাড়িগুলির উপর বিশেষ নজরদারি এবং তল্লাশি চালানো হচ্ছে।

যে কোনও ভোটের আগেই সীমানা এলাকাগুলি হয়ে ওঠে আগ্নেয়াস্ত্র পাচার, অবৈধ মদ পাচার, কালো টাকার আদানপ্রদান, নেশার সামগ্রী পাচারের করিডর। আগামী মাসে পঞ্চায়েত ভোট। তার আগে আবারও সমাজবিরোধীদের দৌরাত্ম্য বাড়ার সম্ভাবনা দেখছে পুলিশ। আর তা আটকাতে বানারহাটের তেলিপাড়া এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়কে চলল কড়া নাকা চেকিং। যত গাড়ি এসেছে, দাঁড় করিয়ে চলেছে তল্লাশিপর্ব। এই ধরনের তল্লাশি চলবে বলে জানিয়েছে বানারহাটের ট্রাফিক গার্ডের ওসি কমল দে।

ট্রাফিক ওসি কমল দে বলেন, “পঞ্চায়েত নির্বাচনের কারণেই এই নাকা তল্লাশি শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় কড়াকড়িও রয়েছে। বিশেষ করে জাতীয় সড়ক, এশিয়ান হাইওয়ে ৪৮ সড়কে চলছে নাকা তল্লাশি। ভোটের মুখে কালো টাকা, বেআইনি আগ্নেয়াস্ত্র এলাকায় যাতে না ঢোকে তার জন্য বিশেষ করে নজরদারি চলছে।”

Next Article