Dhupguri: পায়ের শব্দ শুনেই লুকানোর চেষ্টা, যদিও ধরা পড়েই গেল… হইচই এলাকায়

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 12, 2023 | 9:46 PM

Jalpaiguri: এলাকায় বিশালাকার সাপ দেখা দেওয়ার খবর পেয়ে ছুটে আসেন এলাকার লোকজন। ওই সাপ দেখতে ভিড় জমায় বহু মানুষ।

Dhupguri: পায়ের শব্দ শুনেই লুকানোর চেষ্টা, যদিও ধরা পড়েই গেল... হইচই এলাকায়

Follow Us

জলপাইগুড়ি (ধূপগুড়ি): ফের লোকালয়ে পাইথনের আতঙ্ক। মাছ ধরতে গিয়ে পাইথনের কামড় থেকে রক্ষা পেলেন এক ব্যক্তি। ধূপগুড়ি (Dhupguri) ব্লকের বারোঘড়িয়া গ্রামপঞ্চায়েতের ভট্টপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার ময়নাতলির ভট্টপাড়া সংলগ্ন এলাকায় বিশাল বড় অজগর সাপ দেখতে পাওয়া যায়। প্রথমে এই বিশাল অজগর সাপটি সুপেশ রায় নামে এক ব্যক্তির নজরে আসে। উনি মাছ ধরতে গিয়ে সাপটিকে জলাশয়ের ধারে দেখতে পান। এদিকে মানুষের নড়াচড়া বুঝতে পেরে ফুঁসে ওঠে ওই সাপটিও। এরপরই চিৎকার করে ওঠেন সুপেশবাবু। তিনি জানান, ফুঁসে উঠলেও মুহূর্তে সামনের একটি গর্তে ঢুকে পড়ে সাপটি। এদিকে একেবারে ঝোঁপ এলাকা।

এলাকায় বিশালাকার সাপ দেখা দেওয়ার খবর পেয়ে ছুটে আসেন এলাকার লোকজন। ওই সাপ দেখতে ভিড় জমায় বহু মানুষ। খবর দেওয়া হয় ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টার পর সাপটিকে উদ্ধার করা হয়। সাপটি লম্বায় প্রায় ১০ ফুট বলেই অনুমান। উদ্ধার হওয়া সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা।

সুপেশ রায় নামে স্থানীয় বাসিন্দা বলেন, “বেলা ১টা দেড়টা নাগাদ সাপটাকে দেখি। লোকজন জড়ো হতেই সাপটি গর্তে ঢোকে। তারপর খবর দেওয়া হয় ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। ওনারা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।”

Next Article