Mamata Banerjee: বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে গিয়েছেন তিনি। এ দিন, মুখ্যমন্ত্রীকে ধামসা মাদলের সঙ্গে নাচতে দেখা যায়।
Follow Us
ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে গিয়েছেন তিনি। এ দিন, মুখ্যমন্ত্রীকে ধামসা মাদলের সঙ্গে নাচতে দেখা যায়। পাশাপাশি আদি সম্প্রদায়ের কয়েকজন মানুষের হাতে ধামসা-মাদল তুলে দিতে দেখা যায় তাঁকে।
মমতা বলেন, ‘১০০ দিনের টাকা বিজেপির টাকা নয়। পথে নামুন। আমি সঙ্গে থাকব। ঝাড়গ্রামে এবার বৃষ্টি কম হওয়ায় চাষের জন্য অসুবিধা হচ্ছে। তবে আমি তা দেখছি। আরও বেশি পুকুর কাটতে হবে। ২০২৪ এর শেষের দিকে প্রত্যেকের বাড়িতে খাবার জল পৌঁছে যাবে।’
‘এক সময় এই জঙ্গলমহলে মানুষ রাস্তায় হাঁটতে ভয় পেত। ছেলেমেয়েরা পড়তে যেতে পারত না। এখন মানুষ শান্তিতে আছেন। আমরা আদিবাসীদের অধিকার দিয়েছি। আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনার জন্য বঞ্চিত হবে না। আমি টাকা দেব।’ জঙ্গল মহলে বললেন মমতা
মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র আমায় বলে একটাকাও দেব না। তাহলে আমরাও বলতে পারি জিএসটি দেব না।১০০ দিনের টাকা ফিরিয়ে দাও, নইলে গদি ছেড়ে দাও। গ্রামীণ রাস্তা তৈরির টাকা দিতে হবে। ওরা মানুষকে প্রতারিত করছে।’ একই সঙ্গে তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করে বলেন, ‘আপনাদের ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি অলচিকি জানি না।’
মমতা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। এবার কি পায়ে ধরতে হবে? যদি টাকা না দাও গদি ছাড়তে হবে। আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। গ্রামীণ সড়ক তৈরির টাকাও দিচ্ছে না। বীরসা বলতেন, দেশ রানি চালাবে না। আমরা চালাব। আদিবাসী মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সারা বাংলাকে বলব নিজেদের অধিকার কেড়ে নিতে হবে।’
কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, ‘১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। তারা টাকা কেটে নিচ্ছে। আগে রাজ্য ট্যাক্স সংগ্রহ করত। এখন কেন্দ্র সরকার সব ট্যাক্স সংগ্রহ করে। রাজ্যগুলো টাকা দিচ্ছে না কেন্দ্র। যাই কিনতে যাচ্ছেন জিএসটি দিতে হচ্ছে। আর সেই টাকা দিল্লি চলে যাচ্ছে। উল্টে প্রাপ্য টাকা দিচ্ছে না। ১০০ দিনের কাজের টাকা বাধ্যতামূলক।’
স্বাধীনতা আন্দোলনে বীরসার ভূমিকা তুলে ধরে মমতা বলেন, ‘সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বীরসা মুন্ডার জন্মদিনকে ছুটি দিবস ঘোষণা করা হয়েছে। আদিবাসী ছেলেমেয়েরা শিক্ষাশ্রী পান। এখানে নতুন মেডিক্যাল কলেজ হয়েছে। বিভিন্ন প্রকল্প হয়েছে।’
এ দিন বীরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ বীরসা মুন্ডার ছটা মূর্তি উদ্বোধন করা হয়েছে। ঝাড়গ্রামে ৩২ কোটির বেশি টাকার ২০ টা প্রকল্পের উদ্বোধন করা হল। প্রচুর শিলন্যাস করা হল। ১০০০ আদিবাসী বন্ধুদের ধামসা মাদল তুলে দেওয়া হচ্ছে। ১৮ লক্ষ জাতি শংসাপত্র পেয়েছেন। আগে জাতি শংসাপত্র পেতেন না। মেডিক্যাল কলেজগুলিতে ৬০০ আসন বৃদ্ধি করা হয়েছে। ৫০ হাজার আদিবাসীকে পাট্টা দেওয়া হয়েছে।’