ED Raid: রাত থাকতে থাকতেই ঝাড়গ্রামে ঢুকল ইডি, CRPF ঘিরল সরকারি আবাসন

Abdul Aziz | Edited By: সায়নী জোয়ারদার

Feb 06, 2024 | 11:11 AM

ED: বাছুরডোবা হাউজিং ব্লক-বি-এর (Block B) এক সরকারি আবাসনে এই মুহূর্তে অভিযান চলছে। জানা গিয়েছে, এখানে এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে অভিযান চলছে। তবে কোন মামলার প্রেক্ষিতে এই হানা তা এখনও স্পষ্ট নয়। সকালে সরকারি আবাসনে নামে ইডির টিম। গাড়ি থেকে নেমে আসে প্রচুর সিআরপিএফ জওয়ান। আবাসনের সামনে তাঁদের মোতায়েন করে ভিতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা।

Follow Us

গয়া দণ্ডপাট

ঝাড়গ্রাম: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির (ED) হানা। মঙ্গলবার সকাল থেকে একেবারে অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল হতে না হতেই ঝাড়গ্রামে পৌঁছয় ইডির একটি দল। বাছুরডোবা হাউজিং ব্লক-বি-এর (Block B) এক সরকারি আবাসনে এই মুহূর্তে অভিযান চলছে। জানা গিয়েছে, এখানে এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে অভিযান চলছে। নাম শুভ্রাংশু মণ্ডল। সূত্রের খবর, শংসাপত্র কারচুপির তদন্তে এসেছে ইডি।

এদিন রাত থাকতে থাকতেই সিজিও কমপ্লেক্স থেকে ইডির একটি টিম বেরোয়। গাড়ি মোড় নেয় ঝাড়গ্রামের দিকে। এরপরই বাছুরডোবার দিকে ঢুকে যায় গাড়ি। সরকারি আবাসনে নামে ইডির টিম। ৬ জনের এই টিম। গাড়ি থেকে নেমে আসে প্রচুর সিআরপিএফ জওয়ান।

আবাসনের সামনে তাঁদের মোতায়েন করে ভিতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা। ঝাড়গ্রাম থানার পুলিশও রয়েছে হাউজিংয়ের বাইরে। জানা গিয়েছে, মাইনরিটি ডিপার্টমেন্টের আধিকারিক হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় দায়িত্বপ্রাপ্ত থেকেছেন এই শুভ্রাংশু মণ্ডল। তারই রেশ ধরে এদিনের অভিযান বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে এই একই মামলায় সিবিআই তদন্তে নামে। এবার ময়দানে আরেক কেন্দ্রীয় এজেন্সি।

এদিন ইডি ঢুকতেই ঝাড়গ্রাম থানার আইসি আসেন খোঁজ নিতে। আবাসনের ভিতরে ঢুকতে চান তিনি। কিন্তু তাঁকে আটকে দেয় সিআরপিএফের জওয়ানরা। তল্লাশির কাগজ দেখতে চান আইসি। সে সংক্রান্ত কাগজ দেখানো হলে বেরিয়ে যান তিনি।

গয়া দণ্ডপাট

ঝাড়গ্রাম: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির (ED) হানা। মঙ্গলবার সকাল থেকে একেবারে অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল হতে না হতেই ঝাড়গ্রামে পৌঁছয় ইডির একটি দল। বাছুরডোবা হাউজিং ব্লক-বি-এর (Block B) এক সরকারি আবাসনে এই মুহূর্তে অভিযান চলছে। জানা গিয়েছে, এখানে এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে অভিযান চলছে। নাম শুভ্রাংশু মণ্ডল। সূত্রের খবর, শংসাপত্র কারচুপির তদন্তে এসেছে ইডি।

এদিন রাত থাকতে থাকতেই সিজিও কমপ্লেক্স থেকে ইডির একটি টিম বেরোয়। গাড়ি মোড় নেয় ঝাড়গ্রামের দিকে। এরপরই বাছুরডোবার দিকে ঢুকে যায় গাড়ি। সরকারি আবাসনে নামে ইডির টিম। ৬ জনের এই টিম। গাড়ি থেকে নেমে আসে প্রচুর সিআরপিএফ জওয়ান।

আবাসনের সামনে তাঁদের মোতায়েন করে ভিতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা। ঝাড়গ্রাম থানার পুলিশও রয়েছে হাউজিংয়ের বাইরে। জানা গিয়েছে, মাইনরিটি ডিপার্টমেন্টের আধিকারিক হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় দায়িত্বপ্রাপ্ত থেকেছেন এই শুভ্রাংশু মণ্ডল। তারই রেশ ধরে এদিনের অভিযান বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে এই একই মামলায় সিবিআই তদন্তে নামে। এবার ময়দানে আরেক কেন্দ্রীয় এজেন্সি।

এদিন ইডি ঢুকতেই ঝাড়গ্রাম থানার আইসি আসেন খোঁজ নিতে। আবাসনের ভিতরে ঢুকতে চান তিনি। কিন্তু তাঁকে আটকে দেয় সিআরপিএফের জওয়ানরা। তল্লাশির কাগজ দেখতে চান আইসি। সে সংক্রান্ত কাগজ দেখানো হলে বেরিয়ে যান তিনি।

Next Article