Drinking Water: কল আছে, তবু পড়ে না জল, গরমের মধ্যে তীব্র জল কষ্টে ভুগছেন এলাকাবাসী

Gaya Dandapat | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 30, 2023 | 1:18 PM

Water Problem: কিন্তু কল থাকলে কী হবে? বাস্তবে তীব্র এই গরমের মধ্যে কল থেকে পড়ে না প্রয়োজনীয় জল। সেই কারণে পরিশ্রুত পানীয় জলের তীব্র সংকটে ভুগতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।

Drinking Water: কল আছে, তবু পড়ে না জল, গরমের মধ্যে তীব্র জল কষ্টে ভুগছেন এলাকাবাসী
কল থেকে পড়ে না জল (নিজস্ব চিত্র)

Follow Us

ঝাড়গ্রাম: ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য লাগানো হয়েছিল কল। কিন্তু কল আছে ঠিকই। তবে জল নেই। তীব্র গরমে জল সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এলাকার বাসিন্দারা। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পিএইচই-র মাধ্যমে গ্রামের প্রতিটি ঘরে বসানো হয়েছে নলবাহিত জলের কল। কিন্তু কল থাকলে কী হবে? বাস্তবে তীব্র এই গরমের মধ্যে কল থেকে পড়ে না প্রয়োজনীয় জল। সেই কারণে পরিশ্রুত পানীয় জলের তীব্র সংকটে ভুগতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।

জানা গিয়েছে, এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাশের আলমপুর গ্রামে রয়েছে PHE-র জল সরবরাহকারী ট্যাঙ্ক। সেই ট্যাঙ্ক থেকে পাইপের মাধ্যমে পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের সঙ্গে পিড়াশিমূল গ্রামেও জল সরবরাহের ব্যবস্থা হয়। কিন্তু এই টুকুই ! পিড়াশিমূল গ্রামের বাসিন্দাদের অভিযোগ, প্রথম থেকেই গ্রামে নিয়মিত পানীয় জল পৌঁছয় না। তার উপর শেষ কয়েকমাস ধরে একেবারেই জল পৌঁছয় না। সেই কারণে সমস্যায় ওই এলাকার বাসিন্দারা। পানীয় জলের সমস্যার কথা বার বার জল সরবরাহের দায়িত্বে থাকা ব্যক্তিদের জানালেও কোনও সমাধান হয়নি।

এলাকাবাসী বলেন, “কল থেকে জল পড়ে না। পানীয় জল আদৌ শুদ্ধ কি না বলতে পারব না। মাস পাঁচ-ছয় খুব সমস্যায় পড়েছি।” এলাকার গ্রাম প্রধান বলেন, “এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও অভিযোগ মেলেনি। অভিযোগ পেলে গোটা বিষয় খতিয়ে দেখব।”

Next Article