পূর্ব মেদিনীপুর: সেই ২০১১ সাল থেকে ২০২১, টানা দু’দশক দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (Digha Shankarpur Development Authority) চেয়ারম্য়ান ছিলেন সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর গত জানুয়ারি মাসে ওই চেয়ারম্যানের পদ থেকে শিশিরবাবুকে সরিয়ে বসানো হয় অধিকারী বিরোধী হিসাবে আগোগোড়া পরিচিত অখিল গিরিকে। তবে রামনগরের বিধায়ক তথা নয়া মৎস্য মন্ত্রীর কাছ থেকে ওই পদ নিয়ে এবার তা দেওয়া হল জ্যোতির্ময় কর (Jyotirmoy Kar)কে। শুক্রবার পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলে থেকেও যে কয়েকজন নেতা অধিকারী বিরোধী বলে পরিচিত তাঁদের মধ্যে অন্যতম পটাশপুরের প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় কর। শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর নানা বিষয়ে বিরোধের কথা শোনা গিয়েছে। এবারের ভোটে জ্যোতির্ময়বাবুকে পটাশপুর থেকে অধিকারীদের দুর্গ দক্ষিণ কাঁথিতে প্রার্থী করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে হারতে হয় তাঁকে। সেই অধিকারী বিরোধী জ্যোতির্ময় করকে এবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হল।
এদিন রাজ্য সরকার মৎস্য মন্ত্রী অখিল গিরিকে চিঠি দিয়ে জানায়, তাঁর জায়গায় দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান করা হচ্ছে পটাশপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় করকে। এই বিষয়ে অখিল গিরি বলেন, “গতকাল (বৃহস্পতিবার) আমাকে জানানো হয়, ওই পথ থেকে সরিয়ে জ্যোতির্ময় করকে বসানো হচ্ছে। কারণ, রাজ্যের মন্ত্রী হওয়ার কারণে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের কাজে সময় দিতে পারব না আমি। এই সিদ্ধান্তে আমি খুশি।”
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়! বাংলার কোন কোন এলাকায় বেশি বিপদের আশঙ্কা? দিন নির্ধারিত করে সতর্কবার্তা
নয়া চেয়ারম্যান জ্যোতির্ময় কর জানান, চিঠি মারফত তিনি জানতে পেরেছেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান করা হয়েছে তাঁকে। খুব শীঘ্রই এই দায়িত্ব ভার নেবেন তিনি।