AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নাড্ডা বিতর্কে জড়িয়ে পড়া ডায়মন্ড হারবারের এসপিকে বদলি করল নবান্ন

অন্যদিকে, রাজীব মিশ্রকে আইজি দক্ষিণবঙ্গ থেকে এডিজি দক্ষিণবঙ্গ পদে বদলি করা হয়। এক্ষেত্রে রাজীব মিশ্রের পদোন্নতি হয়।

নাড্ডা বিতর্কে জড়িয়ে পড়া ডায়মন্ড হারবারের এসপিকে বদলি করল নবান্ন
আইপিএস কর্তা ভোলানাথ পাণ্ডে
| Edited By: | Updated on: Dec 28, 2020 | 6:56 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: বদলি করা হল ডায়মন্ড হারবারের পুলিস সুপার ভোলানাথ পাণ্ডেকে। নতুন পুলিস সুপার হলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ভোলানাথ পাণ্ডের বদলির এই বিজ্ঞপ্তি পাঠান হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকেও। সাধারণত এটা করা হয় না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ডায়মন্ড হারবারের নতুন পুলিস সুপার হিসাবে নিযুক্ত অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এতদিন বারাসতের পুলিস সুপার ছিলেন। ভোলানাথ পাণ্ডেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এসপি হোমগার্ড পদে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে, রাজীব মিশ্রকে আইজি দক্ষিণবঙ্গ থেকে এডিজি দক্ষিণবঙ্গ পদে বদলি করা হয়। এক্ষেত্রে রাজীব মিশ্রের পদোন্নতি হয়।

আরও পড়ুন: ‘ডেভলপমেন্টটা কেষ্টর থেকে কেউ ভাল বোঝে না’, ভূয়সী প্রশংসা মমতার

বিজেপি সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনায় বিতর্কে তিন আইপিএস অফিসার রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ওই তিন অফিসারকে দিল্লিতে ডেকে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু নবান্ন তাঁদের ছাড়েনি। কেন্দ্রের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামো আঘাত আনছে বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হয় রাজ্য সরকার। পরে ওই তিন অফিসারকে ডেপুটেশনে পাঠানোর কথা জানায় কেন্দ্র। কিন্তু নিজেদের অবস্থানে অনড় থেকেছে মমতা প্রশাসন।