শিলিগুড়ি: ১ বছরের মাথায় ফের টেট নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট দিয়েও কি আদৌ মিলবে চাকরি? মনে প্রশ্ন নিয়েই ফের পরীক্ষাকেন্দ্রমুখি চাকরিপ্রার্থীরা। শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখল পর্ষদ। লোকসভার আগে টেট সার্কাস, বিঁধছে বিরোধীরা। এদিকে রাত পোহালেই পরীক্ষা। জোরদার তৎপরতা শিলিগুড়িতে। পাঁচ কেন্দ্রে পরীক্ষা দেবেন ২৬০০ পরীক্ষার্থী। দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ির পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সুবিধায় বাড়তি বাসের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের।
২০১৭ সালের পর ২০২২ এ টেট হলেও এখনও টেট পাশদের নিয়োগের নোটিফিকেশন জারি হয়নি। আদৌ তাঁরা চাকরি পাবেন কি না সেটাই এখনও অনিশ্চিতার জালে। এরই মাঝে ফের টেট। কালিম্পং জেলার ৩৩৬ জন পরীক্ষার্থী এবার টেটে বসবেন। তাঁদের পরীক্ষা হবে শিলিগুড়ি নেতাজি হাইস্কুলে। এছাড়া শিলিগুড়ি বয়েজ, মহিলা কলেজ ও তরাই স্কুল এবং বিবেকানন্দ স্কুলে পরীক্ষা দেবেন বাকি পরীক্ষার্থীরা। সব মিলিয়ে দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ির ২৬০০ পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। গোটা রাজ্যে পরীক্ষা দেবেন কয়েক লাখ চাকরিপ্রার্থী।
সূত্রের খবর, সুষ্ঠুভাবে পরীক্ষাপর্ব সম্পাদন করতে প্রতিটি ভেন্যুতে কড়া নজরদারি রাখা হচ্ছে। কড়া নির্দেশ, পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষের সময় পর্যন্ত শহরে মিছিল ইত্যাদি করা যাবে না। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। বেলা বারোটা থেকে আড়াইটা অবধি পরীক্ষা হবে। ভেন্যুগুলিতে গেট খুলে দেওয়া হবে সকাল সাড়ে ন’টায়। এগারোটা অবধি পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। শিলিগুড়িতে সংসদ চেয়ারম্যান দিলীপ রায় জানান, মহিলা পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে কোনও অলংকার পরে (কানের দুল, গলার হার ইত্যাদি) তাঁরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
গোটা রাজ্যে মোট পরীক্ষার্থী ৩ লক্ষ ৯ হাজার ৫৪। মোট পরীক্ষা কেন্দ্র ৭৭৩। সূত্রের খবর, এবার আবার গত বছরের থেকে আবেদনের সংখ্যা অর্ধেক। খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, সার্কাস চলছে। সেই সার্কাসে টেট ইভেন্ট রয়েছে। ছেলে-মেয়েদের চাকরির টোপ দেখিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা। রাস্তায় আন্দোলনকারীরা এখনও বসে আছেন। ফলে যাঁরা পরীক্ষা দিচ্ছেন তাঁরা বাস্তবটা উপলব্ধি করেছেন নিশ্চই। তাঁদের আগামী দিনে রাস্তায় বসে চাকরি চাইতে আন্দোলন করতে হবে না এই আশা রাখছি।