কলকাতা: শ্রাবণ মাস পড়ে গিয়েছে। কিন্তু এখনও বর্ষার গর্জন তেমন দেখা যায়নি। উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও নিম্মচাপের ভ্রুকূটির দেখা মেলেনি। যার জেরে দক্ষিণবঙ্গে একটানা ভারী বৃষ্টি তেমন হয়নি বললেই চলে। সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি কমতেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার।
আজ অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার শেষ দিন। আজ, বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাবের জবাবি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তিনি সংসদে এসে পৌঁছেছেন। সংসদে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।
Union Home Minister Amit Shah and Defence Minister Rajnath Singh arrive at the Parliament. pic.twitter.com/LdPRLfVCJO
— ANI (@ANI) August 10, 2023
অবশেষে দক্ষিণবঙ্গের উপর সদয় হল প্রকৃতি। সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ
আজই গভীর নিম্নচাপে পরিণত হবে। বাংলার দিকে সরতে পারে এই নিম্নচাপ। এর জরে উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হতে পারে।
বিস্তারিত পড়ুন: Bengal, Kolkata Weather: অবশেষে দক্ষিণবঙ্গের উপর সদয় প্রকৃতি, মঙ্গলে ৫ জেলায় অতিভারী বৃষ্টি
উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ সরবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে। উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। মৎস্যজীবীদের মঙ্গল ও বুধবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারের মধ্যে। অন্যান্য় জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে।
কলকাতা শহরে সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ।
সোমবার কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে সেখানে তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আগামী কয়েক হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
উত্তরবঙ্গে বৃষ্টি কমতেই ফের দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। প্রায় ২ মাস পর কাঞ্চনজঙ্ঘার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল থেকে। ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘারর দেখা মিলেছে। মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ হওয়ায় কাঞ্চনজঙ্ঘার দর্শন সম্ভব হয়েছে।