Bhangar: দেওয়াল নিয়ে ‘কাড়াকাড়ি’, তৃণমূল-আইএসএফের ঝামেলায় অশান্ত ভাঙড়

Bhangar: সোমবার জিরানগাছা বাগান আইট গ্রামে এই অশান্তির অভিযোগ ওঠে। দু'পক্ষের মারধরের ঘটনায় আহত হন অনেকে। আইএসএফের দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিলেন তৃণমূল সমর্থকরা।

Bhangar: দেওয়াল নিয়ে 'কাড়াকাড়ি', তৃণমূল-আইএসএফের ঝামেলায় অশান্ত ভাঙড়
অশান্ত ভাঙড়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2024 | 3:17 PM

ভাঙড়: ভোট এলেই উত্তেনার ছবিটা প্রকট হতে থাকে ভাঙড়ে। দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও অশান্ত ভাঙড়। আইএসএফ-তৃণমূলের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ বাধে। এই ঘটনায় একজনের মাথাও ফাটে বলে অভিযোগ। সোমবার দোলের দিন রাজনৈতিক উত্তেজনায় তপ্ত ভাঙড়। ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ।

সোমবার জিরানগাছা বাগান আইট গ্রামে এই অশান্তির অভিযোগ ওঠে। দু’পক্ষের মারধরের ঘটনায় আহত হন অনেকে। আইএসএফের দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিলেন তৃণমূল সমর্থকরা। সেই সময় আইএসএফের কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে।

স্থানীয় এক আইএসএফ কর্মীর কথায়, “দেওয়ালে চুন দেওয়া ছিল, আইএসএফ লেখাও ছিল। সেটা মুছে দিয়ে লিখতে শুরু করে তৃণমূল।” অন্যদিকে তৃণমূলের এক কর্মীর কথায়, “আমাদের ছেলেরা দেওয়াল লিখছিল। সেই সময় আইএসএফের কয়েকজন দুষ্কৃতী ও বুথের আইএসএফ সদস্য এসে হঠাৎ মারধর করতে থাকে।” মারধরের ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পোলেরহাটে।