Central Force: লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
Central Force: নভেম্বর মাসেই বিষয়টি সামনে আসে। ঘটনা জানাজানি হতেই জওয়ানের বিরুদ্ধে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এসএসবি’র আধিকারিকেরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
শিলিগুড়িঃ লক্ষাধিক টাকা প্রতারণার মামলায় গ্রেফতার এসএসবি জওয়ান। গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃত জওয়ানের নাম অমিত কুমার সিং। এসএসবি’র ৮ নম্বর ব্যাটেলিয়ানে অ্যাকাউটেন্ট হিসেবে কাজ করতেন তিনি। অভিযোগ, ব্যাটেলিয়ানে খাওয়া-দাওয়া থেকে শুরু করে অন্যান্য জওয়ানদের বেতনের বিল তৈরির আড়ালে লক্ষাধিক টাকা প্রতারণা করেছেন অমিত। গত জুলাই মাস থেকেই বিলে কারচুপি শুরু হয়।
অভিযোগ, জুলাই থেকে নভেম্বর মাস অবধি প্রায় ২১ লক্ষ টাকা কারচুপি করেন ওই জওয়ান। এই সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন তিনি।
এই খবরটিও পড়ুন
নভেম্বর মাসেই বিষয়টি সামনে আসে। ঘটনা জানাজানি হতেই জওয়ানের বিরুদ্ধে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এসএসবি’র আধিকারিকেরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে এসএসবি’র ৮ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্প থেকে গ্রেফতার করা হয় অমিত কুমার সিংকে। এদিন ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।