ইংরেজবাজার: এ তো থ্রিলার সিনেমাকেও হার মানাবে! স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকদের কুড়ুল দিয়ে কোপের পর কোপ। তারপর বেসামাল হয়ে ছাদ থেকে নীচে ঝাঁপ দিলেন স্বামীও। শনিবার বিকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের (English Bazar) কমলাবাড়ি বাঁধাপুকুর এলাকায়। ঘটনায় ওই ব্যক্তি সহ ৩ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম টুবাই মণ্ডল (৩৫)। ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। টুবাইয়ের কুড়ুলের কোপে মৃত্যু হয়েছে তাঁর শ্যালকের মেয়ে লক্ষ্মী মণ্ডল (১৪) ও শ্যালকের স্ত্রী দীপ্তি সিংহ মণ্ডলের (২৪)। আর মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন টুবাইয়ের স্ত্রী নির্মলা দেবী। কী কারণে টুবাই স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেদের কোপাল এবং নিজে ছাদ থেকে ঝাঁপ দিলেন তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, টুবাই মণ্ডল ভিন রাজ্যে কাজ করেন। গত কয়েক মাস ধরেই স্ত্রী নির্মলার সঙ্গে টুবাইয়ের গণ্ডগোল চলছিল। সম্প্রতি টুবাই ভিন রাজ্য থেকে বাড়িতে ফেরেন। সেই সময় টুবাইয়ের স্ত্রী নির্মলা তাঁর বাবার বাড়িতে ছিলেন। এদিন টুবাই স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনতে যান। অভিযোগ, নির্মলা দেবী স্বামীর সঙ্গে ফিরতে রাজি হননি। তখনই টুবাই কুড়ুল দিয়ে স্ত্রী সহ সেখানে উপস্থিত শ্বশুরবাড়ির লোকেদের কোপাতে শুরু করেন। টুবাইয়ের রোষ থেকে রেহাই পায়নি তাঁর শ্যালকের কিশোরী মেয়ে লক্ষ্মীও। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্যালকের স্ত্রী দীপ্তি সিংহ মণ্ডল ও নির্মলা গুরুতর আহত হন। তারপর তাঁদের আর্ত চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে টুবাই ছাদে উঠে যান এবং ছাদ থেকে ঝাঁপ দেন। তারপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং টুবাই সহ রক্তাক্ত দীপ্তি ও নির্মলাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক দীপ্তি ও টুবাইকে মৃত বলে ঘোষণা করেন। আর গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন টুবাইয়ের স্ত্রী নির্মলা দেবী। বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
স্ত্রীর সঙ্গে গণ্ডগোল হলেও কেন টুবাই শ্বশুরবাড়ির লোকেদেরও কোপ মারলেন, তা স্পষ্ট নয়। তবে রাগের বশেই টুবাই একাজ করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।