Fraud case: ‘ডেলিভারি বয় ঠিকানা খুঁজে পাচ্ছে না’, লিঙ্কে ক্লিক করে মাথায় হাত হুগলির ব্যবসায়ীর

Ashique Insan | Edited By: Soumya Saha

Apr 30, 2023 | 12:09 AM

Mobile Fraud: উত্তরপাড়া ১৩৩ শিবনারায়ণ রোড এলাকার বাসিন্দা রঞ্জিত কর্মকার। ব্যবসায়ীর মোবাইলে শনিবার সকালে একটি ফোন আসে। অনলাইন একটি ডেলিভারি সংস্থার নাম করে তাঁকে বলা হয়, 'আপনার পার্সেল ডেলিভারি দিতে গিয়ে বাড়ি খুঁজে পাচ্ছে না ডেলিভারি বয়।

Fraud case: ডেলিভারি বয় ঠিকানা খুঁজে পাচ্ছে না, লিঙ্কে ক্লিক করে মাথায় হাত হুগলির ব্যবসায়ীর
প্রতীকী চিত্র

Follow Us

উত্তরপাড়া: ব্যবসার জন্য প্রায়ই তাঁর বাড়িতে পার্সেল আছে। তেমনই একটি ফোন এসেছিল। বলা হয়, ডেলিভারি বয় বাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছে না। আর ওই ঠিকানা জানাতে গিয়েই মোবাইলের লিঙ্কে (Mobile Link Click) ক্লিক করে ৮ লক্ষ টাকা খোয়ালেন (Cyber Fraud) উত্তরপাড়ার এক পরিবহণ ব্যবসায়ী। কীভাবে মুহূর্তের মধ্যে ৮ লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল, প্রথমে বুঝতে পারেননি রঞ্জিত কর্মকার নামে ওই ব্যবসায়ী। পরে অনলাইন প্রতারণার শিকার হয়েছেন বোঝার পর উত্তরপাড়া থানা (Uttarpara Police Station) ও চন্দননগর পুলিশের সাইবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

উত্তরপাড়া ১৩৩ শিবনারায়ণ রোড এলাকার বাসিন্দা রঞ্জিত কর্মকার। ব্যবসায়ীর মোবাইলে শনিবার সকালে একটি ফোন আসে। অনলাইন একটি ডেলিভারি সংস্থার নাম করে তাঁকে বলা হয়, ‘আপনার পার্সেল ডেলিভারি দিতে গিয়ে বাড়ি খুঁজে পাচ্ছে না ডেলিভারি বয়। আপনার মোবাইলে একটা ডেলিভারি কোড দিচ্ছি। আর আপনার ঠিকানাটা ডেলিভারি বয়কে দিয়ে দিন।’ এরপর রঞ্জিতবাবুর মোবাইলে একটা লিঙ্ক আসে। প্রতারকরা তাঁকে বলে, ওই লিঙ্কের রেফারেন্স নম্বরটা পাঠিয়ে দিতে। কিছুক্ষণ পরে মোবাইলে ওটিপি আসতে থাকে। এরপর ব্যবসায়ীর একটি সেভিংস ও একটি কারেন্ট অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা সরিয়ে নেয় প্রতারকরা। প্রতারণা বিষয়টি বোঝার পর উত্তরপাড়ার ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট দুটি বন্ধ করেন তিনি। পরে উত্তরপাড়া থানা ও চন্দননগর পুলিশের সাইবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

রঞ্জিতবাবু বলেন, “আমার পরিবহণের ব্যবসা। বিভিন্ন পার্সেল আসে বাড়িতে। তেমনই এদিন একটি পার্সেল এসেছে বলে ফোন আসে। একটা লিঙ্ক দেয়। ওদের কথা শুনে আট লক্ষ টাকা খোয়ালাম।”

পুলিশের বক্তব্য, অনলাইন প্রতারণা নিয়ে মানুষকে বারবার সাবধান করা হচ্ছে। প্রতারণা চক্র প্রতিদিনই নতুন নতুন কায়দায় সাধারণ মানুষকে প্রতারিত করছে। রঞ্জিতবাবুর ক্ষেত্রে লিঙ্কের মাধ্যমে সম্ভবত মোবাইল ক্লোন করে প্রতারিত করা হয়েছে।

Next Article