মালদহ: মাদক পাচারকারীদের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল ঝামেলার জেরে খুনের অভিযোগ। ঘটনাস্থল মালদহের কালিয়াচকের গয়েশবাড়ি জোলামোড়। রবিবার এই ঘটনা ঘটে। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় বরকত আলি (৪২) নামে এক ব্যক্তিকে। স্থানীয় সূত্রে খবর, বরকত ব্রাউন সুগার বিক্রির সঙ্গে যুক্ত। অভিযোগ, তা নিয়েই ঝামেলার কারণে এই খুন। যদিও পরিবার মাদক কারবারের কথা মানতে নারাজ। তাদের দাবি, খেটে খেতেন বরকত। তবে কী করতেন সে প্রশ্নের জবাব দিতে পারেননি স্ত্রী মৌসুমি।
প্রতিদিনের মতো এদিনও খেয়েদেয়ে বাড়ি থেকে বেরোন বরকত। এরপরই বাড়িতে ফোন আসে। বলা হয়, রাস্তায় বরকতের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। ছুটে যান বাড়ির লোকেরা। কান্নায় ভেঙে পড়ে পরিবার। অভিযোগ, ব্রাউন সুগার বিক্রির গোপন ঠেকে এদিন হাজির হন বরকত। এদিকে সেই সময় প্রতিদ্বন্দ্বী পক্ষের লোকজনও যান। এরপরই ঝামেলা থেকে এলোপাথাড়ি কোপ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বরকতের।
স্থানীয় বাসিন্দা মুক্তাজুল বলেন, “খবর পেয়ে গিয়ে দেখি দেহ পড়ে আছে। বাইক নিয়ে বাড়ি ফিরছি তখন যে খুন হয়েছে তার আত্মীয়কে জানালাম। হাঁসুয়া নিয়ে কোপ মেরেছে।” এ প্রসঙ্গে নিহতের স্ত্রী মৌসুমী বিবি বলেন, “স্বামী খেটে খায়। কে এমন করল কী করে বলব। তিন ছেলে মেয়ে আমাদের। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ১২ বছরের একটা ছেলে আছে, ৫ বছরের একটা মেয়ে আছে।” খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকার ঘিরে তল্লাশি শুরু করে। মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।