AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Good Trains Derailed: আবারও উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে মালগাড়ি, ৫টি বগি লাইনচ্যুত

Maldah: সূত্রের খবর, ইতিমধ্যে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা রওনা দিয়েছেন ঘটনাস্থলে। এদিন সকাল পৌনে ১১টার সময় তেলবোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়। গত কয়েকদিনে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে রেলে। এই নিয়ে ২ মাসে পরপর ৫টি দুর্ঘটনা ঘটল।

Good Trains Derailed: আবারও উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে মালগাড়ি, ৫টি বগি লাইনচ্যুত
লাইনচ্যুত মালগাড়ি। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2024 | 8:37 PM
Share

মালদহ: দুর্ঘটনা যেন দস্তুর হয়ে দাঁড়াচ্ছে। আবারও লাইনচ্যুত মালগাড়ি। এবার ঘটনাস্থল মালদহ। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। তেলবোঝাই মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরের ঘটনা। এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

সূত্রের খবর, ইতিমধ্যে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা রওনা দিয়েছেন ঘটনাস্থলে। এদিন সকাল পৌনে ১১টার সময় তেলবোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়। গত কয়েকদিনে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে রেলে। এই নিয়ে ২ মাসে পরপর ৫টি দুর্ঘটনা ঘটল।

১৭ জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনা ঘটে ছাতারহাট-রাঙাপানি স্টেশনের মাঝে। ১৮ জুলাই উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। ২৯ জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। গত ৩০ জুলাই হাওড়া-সিএসএমটি মেল ( Howrah-CSMT Mail) চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায়। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। এবার বেলাইন হল আরও একটি মালগাড়ি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)