Ballot Paper: কংগ্রেসের ভোট পড়ে তৃণমূল নেতার বাড়ির পিছনে!

Subhotosh Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jul 20, 2023 | 7:09 PM

Ballot Paper: এদিকে এই আসন থেকে পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী জয়নব খাতুন ৫০০-র বেশি ভোটে জিতেছেন। ফলে এই ব্যালট পেপার উদ্ধার ঘিরে নানা জল্পনা এলাকায়। যদিও এ নিয়ে শাসক-বিরোধী কোনও শিবিরই এখনও কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ।

Ballot Paper: কংগ্রেসের ভোট পড়ে তৃণমূল নেতার বাড়ির পিছনে!
উদ্ধার হওয়া ব্যালট পেপার।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ: পঞ্চায়েত ভোট মিটলেও ব্যালট পেপার উদ্ধার যেন শেষই হচ্ছে না। এবার এক তৃণমূল নেতার বাড়ির পিছন থেকে উদ্ধার হল শতাধিক ব্যালট পেপার। এদিকে যতগুলি ব্যালট পেপার পাওয়া গিয়েছে, প্রতিটিতেই কংগ্রেসের হাতে ছাপ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল হরিশচন্দ্রপুরে।

তৃণমূল নেতা তথা হরিশচন্দ্রপুর অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তার বাড়ির পিছন থেকে হরিশচন্দ্রপুর ১২ নম্বর আসনের পঞ্চায়েত সমিতির শতাধিক ব্যালট পেপার উদ্ধার হয় বলে অভিযোগ। ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সিল ও সই করা রয়েছে।

এদিকে এই আসন থেকে পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী জয়নব খাতুন ৫০০-র বেশি ভোটে জিতেছেন। ফলে এই ব্যালট পেপার উদ্ধার ঘিরে নানা জল্পনা এলাকায়। যদিও এ নিয়ে শাসক-বিরোধী কোনও শিবিরই এখনও কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ। তবে প্রশ্ন উঠছে এত ব্যালট পেপার কীভাবে তৃণমূল নেতার বাড়ির পিছনে এলো?

পঞ্চায়েত ভোটের গণনা শেষ হওয়া ইস্তক বিভিন্ন জেলায় ব্যালট পেপার উদ্ধারের ঘটনা ঘটছে। বিরোধীরা ইতিমধ্যে এ নিয়ে সোচ্চারও হয়েছে। পুলিশ প্রশাসন ও কমিশনকে কাজে লাগিয়ে শাসকদল ব্যালট কারচুপি করেছে বলে বাম-বিজেপি-কংগ্রেস একযোগে যেমন দিকে দিকে সরব। পাল্টা তৃণমূলও তেমনই সোচ্চার, ভোটে হেরে মাটি না পেয়ে শাসকদলের বিরুদ্ধে কুৎসা করছে বিরোধীরা। এরইমধ্যে মালদহের ঘটনা। যদিও সেখানে কংগ্রেস প্রার্থী জিতেছেন। কে বা কারা এই ব্যালট পেপার ফেলে রেখে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article