মালদহ: ভোট মেটার পরও রাজ্যে অব্যাহত হিংসা ও অশান্তি। এবার কংগ্রেস কর্মী বলে পরিচিত এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার মালদহ থেকে। পরিবারের দাবি, প্রতিহিংসার জেরেই খুন করা হয়েছে তাঁকে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। মালদহর মোথাবাড়ির ঘটনা। মৃতের নাম হাবিব খান। সম্পর্কে তিনি কংগ্রেস অঞ্চল সভাপতি মহাতাব খানের ভাইপো। মঙ্গলবার তাঁর দেহ উদ্ধার হয় কালিয়াচক থানা এলাকার ছাতারগাছি গ্রাম থেকে। পরিবারের অভিযোগ, ভোটের গণনার পরের দিন থেকেই নিখোঁজ ছিলেন হাবিব। সেই দিন তিনি চা খেতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। এরপর আর ঘরে ফেরেননি।
মৃতের পরিবারের বক্তব্য, বাড়ির ছেলে ঘরে না ফেরায় তাঁরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর শুরু করেন। শেষে ১৫ জুলাই মোখাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এরপর ১৭ জুলাই মৃতের পরিবারের কাছে একটি ফোন আসে। ওই প্রান্ত থেকে তিরিশ হাজার টাকা দাবি করা হয় বলে জানিয়েছে হাবিবের কাকা। পরিবার সেই টাকা দিতে রাজি থাকলেও তাঁর হাবিব কোথায় আছে জানতে চায়।
তবে আততায়ীরা বিভিন্ন নম্বর থেকে একাধিকবার ফোন করলেও গলার আওয়াজ শোনায়নি বলে দাবি মৃতের পরিবারে। এরপর আজ সকালে কালিয়াচক থেকে উদ্ধার হয় হাবিবের পচাগলা গলা দেহ। মৃতের কাকা অর্থাৎ কংগ্রেস অঞ্চল সভাপতি মহাতাব খান বলেছেন, “আমি কংগ্রেস করলেও ও কোনও রাজনীতির সঙ্গে সেই অর্থে জড়িত ছিল না। আমি যেহেতু কংগ্রেস করি সেই কারণে তৃণমূলের লোকজন প্রতিহিংসার জন্য এই কাজ করে থাকলেও থাকতে পারে।”
ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের মালদা জেলা মুখপাত্র আশিস কুণ্ডু বলছেন, ‘যে কোনও মৃত্যুই দুঃখজনক। কিন্তু হাবিব খানের মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। হাবিব খান কোনও রাজনীতির সঙ্গে ছিল না। আগামী দিনে পুলিশ নিশ্চয়ই দোষীদের খুঁজে বের করবে বলে বিশ্বাস করি।’