মালদহ: রাস্তা দিয়ে হাঁটতে-হাঁটতে যাচ্ছিলেন। সেই সময় সজোরে ধাক্কা বাসের। মুহূর্তেই মাটিতে পড়ে মৃত্যু এক ব্যক্তির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদহতে। দ্রুত তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আখতার আরিফ (৪৮)। বাড়ি কালিয়াচক থানার কুশাবাড়ি ডাঙা মোড় এলাকার ঘটনা। জানা গিয়েছে, আখতারের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী সুখিয়া বিবি, এক মেয়ে ও এক ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আজ সকালে পেয়ে হেঁটে সুজাপুরের উদ্দেশ্যে ডাঙা মোড় এলাকায় যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় মালদহর দিক থেকে একটি সরকারি বাস এসে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এক ব্যক্তি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনার পরে ওই সরকারি বাসটিকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত গাড়ির চালক পলাতক বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী বলেন, “উনি সম্ভবত কলকাতার বাস ধরবেন বলেই দাঁড়িয়েছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা বাসটি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।”