Malda: মহিলার মৃত্যুর পর নড়ল টনক, মালদহের বেহাল রাস্তা পাকা করতে মুচলেকা দিতে হল বিডিও-কে?

Subhotosh Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Nov 18, 2023 | 5:08 PM

Malda: প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন মালডাঙা গ্রামের গৃহবধূ মামনি রায়। শুক্রবার তাঁর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্সের খোঁজ শুরু করেন বাড়ির লোকেরা। অভিযোগ, রাস্তার অবস্থা এতই খারাপ যে ওই এলাকায় ঢুকতে চায়নি কোনও অ্য়াম্বুল্যান্সই।

Malda: মহিলার মৃত্যুর পর নড়ল টনক, মালদহের বেহাল রাস্তা পাকা করতে মুচলেকা দিতে হল বিডিও-কে?
এখনও চাপা উত্তেজনা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মালদহ: বেহাল অবস্থা রাস্তার। টিভি-৯ বাংলার লাগাতার কভারেজ। অবশেষে বামানগোলায় মালডাঙিতে রাস্তা তৈরির আশ্বাস দিলেন বিডিও। সূত্রের খবর, বিডিও এবং বামোনগোলা থানার আইসি লিখিত প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন আগামী তিন মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে রাস্তা। প্রায় ৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে ২ কোটি টাকা বাজেটে। রাস্তা হবে মালডাঙা গ্রাম থেকে গঙ্গাপ্রাসাদ কলোনি পর্যন্ত। লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরেই উঠল অবরোধ। এদিন গঙ্গা প্রাসাদ কলোনিতেই রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। কিন্তু, কেন মৃত্যু, অবরোধের পরেই বারবার মেলে এই জাতীয় আশ্বাস? কেন আগে হয় না কাজ? কেন বারবার অকালে ঝরে যায় মামনিদের প্রাণ? কেন সাংবাদমাধ্যমে খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসে প্রশাসন? এই প্রশ্নগুলিই উঠতে শুরু করেছে এখন। 

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন মালডাঙা গ্রামের গৃহবধূ মামনি রায়। শুক্রবার তাঁর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্য়ান্সের খোঁজ শুরু করেন বাড়ির লোকেরা। অভিযোগ, রাস্তার অবস্থা এতই খারাপ যে ওই এলাকায় ঢুকতে চায়নি কোনও অ্য়াম্বুল্যান্সই। অগত্যা খাটিয়া করেই মামনি দেবীকে হাসপাতালে নিয়ে যান গ্রামের লোকজন। কিন্তু, শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি ওই গৃহবধূকে। এই ছবি সামনে আসতেই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আবার বলেছেন, রাস্তার জন্য নয়, ভাগ্য ছিল তাই মৃত্যু হয়েছে ওই মহিলার। তাঁর মন্তব্যেও উঠেছে বিতর্কের ঝড়। 

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের আগুন জ্বলছিল গোটা গ্রামে। গঙ্গা প্রাসাদ কলোনিতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হতে দেখা যায় গ্রামবাসীদের। এরইমধ্যে এবার আইসি, বিডিও-র লিখিত আশ্বাসে খানিকটা হলেও স্বস্তির আবহ গ্রামে।

Next Article