মালদহ: বিলে চোখ যেতেই আঁতকে উঠলেন স্থানীয় বাসিন্দারা। দেখা গেল পাড়ার তিনজনের দেহ ভাসছে জলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদহের রতুয়া-১ ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের কয়লাপাথার গ্রামের ঘটনা। উদ্ধার হয়েছে এক গৃহবধূ ও তাঁর দুই সন্তানের দেহ। খুনের অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। যদিও শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, জলে ঝাঁপ দিয়ে সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। মৃত গৃহবধুর নাম জেলেখা বিবি (২৭), কন্যা সন্তান মরিয়ম খাতুন (৬) পুত্র মহম্মদ নবি (৪)।
সূত্রের খবর, ৮ বছর আগে মানিকচক থানার ধরমপুরের জেলেখা বিবির সঙ্গে কয়লাপাথার গ্রামের পরিযায়ী শ্রমিক লোকমান আলির বিয়ে হয়। দুই সন্তানকে নিয়ে ছিল তাঁদের ভরা সংসার। সেখানে মেয়ে, নাতি, নাতনির আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া জেলেখা বিবির বাপের বাড়িতে। তাঁদের দাবি, খুনই করা হয়েছে তাঁদের মেয়েকে। এখন সেটা আত্মহত্যা বলে চালনো হচ্ছে।
শুক্রবার সন্ধ্যার পরে বিলের ধারে দুই সন্তানকে নিয়ে ওই মহিলাকে ঘুরতে দেখেছিলেন বলে জানাচ্ছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। কেন সেখানে তিনি ঘোরাঘুরি করছেন সেই প্রশ্নও করা হয়েছিল। কিন্তু, যথাযথ উত্তর মেলেনি বলেই তাঁরা জানাচ্ছেন। কিন্তু, এটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তদন্ত নেমেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।