Kali Puja: এত বড়, সত্যি! শুধু এপার বাংলা নয়, মালদহের এই বিশাল কালী দেখতে ভিড় করেন বাংলাদেশিরাও

Subhotosh Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Nov 11, 2023 | 7:28 PM

Kali Puja: এখানে কালীপুজো উপলক্ষে বড় মেলাও বসে। বাইশ দিন ধরে চলে সেই মেলা। শুধু এপার বাংলার মানুষ নয়, বাংলাদেশ থেকেও বহু মানুষ আসেন এই কালীপুজো দেখতে। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ভিড়। এদিন সন্ধ্যা থেকেই মণ্ডপে ঢল নেমেছে মানুষের।

Kali Puja: এত বড়, সত্যি! শুধু এপার বাংলা নয়, মালদহের এই বিশাল কালী দেখতে ভিড় করেন বাংলাদেশিরাও
পুজো ঘিরে তুমুল উন্মাদনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মালদহ: মালদহের ঐতিহ্যবাহী কালীপুজা মানেই হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সর্বজনীন। এবার এই পুজো ৭৫তম বর্ষে পদার্পন করল। পুজোর মূল আকর্ষণ এখানকার বিশালাকার ৪২ ফুটের কালী প্রতিমা। এবার পুজোর থিম হস্তশিল্প। গোটা রাজ্য, গোটা দেশ থেকে যেভাবে হস্তশিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সঙ্কটকালে হস্তশিল্পীদের পাশে থাকতে চাইছেন এখানকার পুজো উদ্যোক্তারা। রং-তুলির টানে সেজে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গন। এসেছে চন্দননগরের লাইট। তা দিয়ে সেজে উঠেছে গোটা এলাকা। 

এখানে কালীপুজো উপলক্ষে বড় মেলাও বসে। বাইশ দিন ধরে চলে সেই মেলা। শুধু এপার বাংলার মানুষ নয়, বাংলাদেশ থেকেও বহু মানুষ আসেন এই কালীপুজো দেখতে। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ভিড়। পুজো উদ্যোক্তা পীযূষ মণ্ডল বলছেন, “আজই আমাদের পুজোর উদ্বোধন হল। এবার আমাদের পুজো ৭৫ বছরে পা দিয়েছে। এলাকার সমস্ক গন্যমান্য ব্যক্তিত্বরা আজ উপস্থিত ছিলেন। তাঁদের হাত দিয়েই আমাদের পুজোর উদ্বোধন হয়ে গেল।”

এদিন দিনভর বুলবুলচন্ডী বাজার সর্বজনীন পুজোয় দেখা গেল অভিনেত্রী সোনালী চৌধুরীকে। বিশালাকার কালী প্রতিমা দেখে বেশ খানিকটা বিস্ময় প্রকাশ করতে দেখা যায় অভিনেত্রীকে। পাশাপাশি বঙ্গবাসীকে দিপাবলীর শুভেচ্ছাও জানান। অন্যদিকে বুলবুলচন্ডী বাজার সর্বজনীনের পুজোয় রয়েছে ঠাসা কর্মসূচি। আগামী কয়েকদিন ধরে চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আসছেন বিখ্যাত সব সঙ্গীতশিল্পীরা।

Next Article