ডাক বিভাগে চাকরির আবেদন, খোঁজ করতেই মিলল একগুচ্ছ ভুয়ো সার্টিফিকেট

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 07, 2021 | 12:39 PM

Malda: সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হয়েছে সার্টিফিকেটগুলি ভুয়ো। এফআইআর দায়ের করা হয়েছে।

ডাক বিভাগে চাকরির আবেদন, খোঁজ করতেই মিলল একগুচ্ছ ভুয়ো সার্টিফিকেট
ফাইল ছবি

Follow Us

মালদা: গত কয়েকদিনে একাধিক ভুয়ো আধিকারিকের খোঁজ মিলেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এবার সরকারি বিভাগে মিলল ভুয়ো সার্টিফিকেট। ভুয়ো সার্টিফিকেট দিয়েই চাকরির আবেদন করেছিলেন, এমন ১৫ জনের হদিশ পাওয়া গি্যেছে। তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীন ডাক বিভাগের চাকরির জন্য আবেদন করেছিলেন অনেকেই। সার্টিফিকেট খতিয়ে দেখতে গিয়ে এগুলি ধরা পড়ে।

সম্প্রতি মালদা জেলা ডাক ডিভিশনে গ্রামীন ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। কমপক্ষে শতাধিক শূণ্যপদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়। কয়েক’শ চাকরিপ্রার্থী এই পদের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট জমা দেয়।এই আবেদনপত্র ও তার সঙ্গে দেওয়া সার্টিফিকেট পরীক্ষা করতেই ঝুলি থেকে বেরিয়ে আসে বিড়াল। চক্ষু চড়ক গাছ মালদা ডিভিশনের ডাক বিভাগের কর্তাদের।

১৫ জনের আবেদন পত্রের সাথে দেওয়া সার্টিফিকেট ভুয়ো। মালদা ডিভিশনের ডাক বিভাগের অধিকর্তা জানান, সার্টিফিকেটগুলি দেখে প্রথমে সন্দেহ হয়। সেই কারণে সার্টিফিকেটগুলির সত্যতা যাচাই করার চেষ্টা হয়। চিঠি মারফৎ সার্টিফিকেট গুলি সঠিক কি না তা জানতে চাওয়া হয়। এরপর সংশ্লিষ্ট দফতর থেকে জানা যায় যে সার্টিফিকেটগুলি ভুয়ো। এরপরই মালদহ পুলিশ সুপারের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। তদন্তের জন্য আবেদন করা হয়।

মালদহ পুলিশ সুপার অলোক রাজোরিয়া এমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ভুয়ো সার্টিফিকেট দিয়ে আবেদনকারী ১৫ জন কর্মপ্রার্থীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাদের খোঁজ শুরু হয়েছে। ভুয়ো সার্টিফিকেট কী ভাবে এই আবেদনকারীরা সংগ্রহ করেছেন, এর পিছনে কোনও বিশেষ চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: টাকা নিয়ে বচসা, ছেলের বন্ধুদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ফুলবাগানের মহিলার

Next Article