Farmer Protest: ‘নয়ত আমাদের আত্মহত্যা করতে হবে…’, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও বিক্ষোভ কৃষকদের

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 30, 2024 | 5:43 PM

Malda: তাই এদিন ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেন কৃষকরা। বিক্ষোভের খবর পেয়ে সেখানে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান, সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মা মণ্ডল। তাদের ঘিরেও চলতে থাকে বিক্ষোভ।

Farmer Protest: নয়ত আমাদের আত্মহত্যা করতে হবে..., মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও বিক্ষোভ কৃষকদের
কৃষকদের বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেন দানার প্রভাবে যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হবে তারা ক্ষতিপূরণ পাবেন। তবে এরই মধ্যে জায়গায়-জায়গায় শুরু বিক্ষোভ। মালদহে দানার প্রভাবে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট কয়েক হাজার বিঘা জমির ধান, ক্ষতিপূরণের দাবিতে তৃণমূলের জেলা পরিষদ সদস্য এবং প্রধানকে ঘিরে বিক্ষোভ, আত্মহত্যার হুমকি। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের রাধিকাপুর গ্রামের ঘটনা।

সাম্প্রতিক ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ্য-জুড়ে প্রাকৃতিক দুর্যোগ হয়। মালদা জেলাতেও তিন দিন ব্যাপী বৃষ্টি হয়। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। সুলতান নগর অঞ্চলে ধানের ব্যাপক হারে ক্ষতি হয়েছে। সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে প্রায় কয়েক হাজার বিঘা জমির ধান। অনেক কৃষক বাইরে থেকে ঋণ নিয়ে ধান চাষ করে ছিলেন প্রত্যেকের মাথায় হাত। কিন্তু এত ক্ষতির পরেও মেলেনি প্রশাসনিক কোনও আশ্বাস বলে দাবি কৃষকদের।

তাই এদিন ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেন কৃষকরা। বিক্ষোভের খবর পেয়ে সেখানে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান, সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মা মণ্ডল। তাদের ঘিরেও চলতে থাকে বিক্ষোভ। কৃষকদের দাবি সরকারের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ না দিলে তারা আত্মহত্যা করবেন।

এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। বিজেপির অভিযোগ এই সরকার কৃষক বিরোধী। কৃষকদের কথা ভাবে না। শুধু খাতা কলমে কাজ হয় বাস্তবে কিছু হয় না। তাই বিক্ষোভ দেখানো স্বাভাবিক। যদিও, কৃষক এই ক্ষোভের কথা মেনে নিয়েছে তৃণমূল। সঙ্গে সহানুভূতির সঙ্গে কৃষকদের পরিস্থিতি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এক কৃষক বলেন, “ঘূর্ণিঝড়ের জেরে বিঘার পর বিঘা ধানের জমি নষ্ট হয়ে গেছে। আমাদের সাহায্য না করে তাহলে আমাদের কী হবে? প্রধানকে সেই কারণে ডেকেছি। নয়ত আর কী করব আত্মহত্যা করব।”

 

Next Article