মালদহ: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৫ থেকে ৩০ বিঘা জমির গম। ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে মাথায় হাত গম চাষীদের। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাহাট্টা গ্রামের ঘটনা। ওই এলাকায় প্রত্যেক বছরই গমের ফলন ভালো হয়। গম চাষের সঙ্গে যুক্ত এলাকার চাষীরা। এই গম চাষের উপর নির্ভর করে তাদের উপার্জন। এখন চলছে গম কাটার কাজ। গম কাটার পর গম গাছের বাকি অংশে আগুন লাগাতে গিয়েই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
স্থানীয় মঙ্গল নামে এক ব্যক্তি গম কেটে নিয়ে তার গমের জমির ফলসের কেটে নেওয়া অংশে আগুন লাগায়। কিন্তু তাঁর অসতর্কতার ফলে সেখান থেকে ছড়িয়ে যায় আগুন। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ২৫ থেকে ৩০ বিঘা জমির গম।
এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন এলাকার গম চাষীরা। মাথায় হাত পড়ে গেছে তাদের। ক্ষতিগ্রস্ত চাষিরা এলাকাবাসীর কাছে দাবি জানিয়েছেন যাতে মঙ্গল নামে ওই ব্যক্তি তাদের ক্ষতিপূরণ দেয়।