Child Death: মন দিয়ে কেকে কামড় দিচ্ছিল বাচ্চাটা, ওদিকে ট্রাক্টর বাঁক নিতেই চাকায় পড়ে ছিন্নভিন্ন …

Subhotosh Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Apr 02, 2023 | 10:54 PM

Malda: ছোট্ট দেব মাহাড়ার হাতে একটি কেক ছিল। এলাকার লোকজনের অনুমান, কেকে কামড় বসাতে গিয়ে দেব ভুলেই গিয়েছিল সে চলন্ত গাড়িতে বসে।

Child Death: মন দিয়ে কেকে কামড় দিচ্ছিল বাচ্চাটা, ওদিকে ট্রাক্টর বাঁক নিতেই চাকায় পড়ে ছিন্নভিন্ন ...
মালদহে শিশুমৃত্যু।

Follow Us

মালদহ: হাতে কেক নিয়ে বাবার ট্রাক্টরে উঠেছিল ৯ বছরের ছেলে। সেই ট্রাক্টর বাঁক নেওয়ার সময় হুড়মুড়িয়ে নীচে পড়ে যায় সে। মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় শরীর। পাড়ার এত ছোট বাচ্চার এমন মর্মান্তিক এই পরিণতিতে চোখের জল বাঁধ মানছে না পরিবার ও এলাকার লোকজনের। ইতিমধ্যেই ট্রাক্টরটি নিয়ে গিয়েছে পুলিশ। শিশুর দেহও পাঠানো হয়েছে ময়না তদন্তে। মালদহ (Maldah) জেলার হরিশচন্দ্রপুরের (Harishchandrapur) ঘটনা। হরিশচন্দ্রপুর-২ ব্লকের সুলতাননগর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত মিশ্রপাড়া গ্রামে রবিবার এই ঘটনা ঘটে। একটি ট্রাক্টর কৃষিকাজের জন্য চাষের জমিতে যাচ্ছিল। সেই সময় জমির মালিকের ছেলে দেব মাহাড়া এক বন্ধুকে নিয়ে ট্রাক্টরে উঠতে চায়। চালক গাড়িতে তুলেও নেন। ছোট্ট দেব মাহাড়ার হাতে একটি কেক ছিল। এলাকার লোকজনের অনুমান, কেকে কামড় বসাতে গিয়ে দেব ভুলেই গিয়েছিল সে চলন্ত গাড়িতে বসে।

ট্রাক্টর বাঁক নেওয়ার সময় ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায় দেব। ট্রাক্টরের চাকায় পিষে যায় তার দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয়। জানা গিয়েছে, স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল দেব। তার মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনা খতিয়ে দেখছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।

গ্রামেরই বাসিন্দা উজ্জ্বল মাহাড়া বলেন, “সকালে জমিতে চাষের জন্য ট্রাক্টর আসে। তাতে যাঁর জমি তাঁরই ছেলে ওঠে। দু’টো ছেলেই ছিল। যে মারা যায়, তার হাতে একটা কেক ধরা ছিল। আমাদের মনে হয় ট্রাক্টরে যে জায়গায় ধরে বসতে হয়, ওই বাচ্চাটা কেক খাচ্ছিল বলে হাত ছেড়ে দেয়। গাড়ি বাঁক নেওয়ার সময় পড়ে যায়। এরপরই পিষে যায়। মাথার ঘিলু বেরিয়ে গিয়েছে। হাতে পায়েও লাগে। ঘটনাস্থলেই শেষ।”

Next Article