Malda: ইদে মামার বাড়ি এসে ‘ভিখারিদের’ খপ্পরে ৩ বছরের ছোট্ট আফান, ছেলেধরাদের খোঁজে জোর তল্লাশি পুলিশের

Subhotosh Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Apr 02, 2025 | 1:19 PM

Malda: আফান শেখ নামে ওই শিশুর পরিবার সূত্রে খবর, মঙ্গলবার চার মহিলা ভিখারি সেজে আফানের দাদুর বাড়িতে আসে। কথাবার্তার মধ্যেই আচমকা আফানকে তুলে নিয়ে চলে যায়। ততক্ষণ বাড়ির পাশের রাস্তায় খেলছিল ছোট্ট আফান।

Malda: ইদে মামার বাড়ি এসে ‘ভিখারিদের’ খপ্পরে ৩ বছরের ছোট্ট আফান, ছেলেধরাদের খোঁজে জোর তল্লাশি পুলিশের
চাপা উত্তেজনা এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

মালদহ: ইদের দিন মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল ছোট্ট আফান। কিন্তু, সেখানেই একেবারে মায়ের কোল থেকে চুরি হয়ে গেল তিন বছরের ছোট্ট শিশুটি। কিন্তু, যে কায়দায় প্রকাশ্য দিবালোকে চোরের দল ওই বাচ্চাটিকে চুরি করে নিয়ে গেল তা দেখে চোখ কপালে উঠেছে পুলিশের। সিসিটিভি ফুটেজ দেখে শুরু হয়েছে তদন্ত। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে মালদহের কালিয়াচকের শেরশাহীতে। 

আফান শেখ নামে ওই শিশুর পরিবার সূত্রে খবর, মঙ্গলবার চার মহিলা ভিখারি সেজে আফানের দাদুর বাড়িতে আসে। কথাবার্তার মধ্যেই আচমকা আফানকে তুলে নিয়ে চলে যায়। ততক্ষণ বাড়ির পাশের রাস্তায় খেলছিল ছোট্ট আফান। সিসিটিভি ফুঁটেজে গোটা ঘটনা ধারও পড়েছে। পরিবারের সদস্যরা বলছেন, মহিলাদের দলে চার জন মহিলা ছাড়াও আর দুই শিশু ছিল। কিন্তু, তাঁরা কোথা থেকে এসেছিলেন, পরিচয় কী কিছুই জানা যায়নি। আফানকে বগলদাবা করে কিছু সময়ের মধ্যেই তাঁরা এলাকা ছাড়ে। 

ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি শিশুটির। কালিয়াচক থানায় শিশুটির নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে সন্তান হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন আফানের মা। তাঁর একটাই দাবি, পুলিশ তাড়াতাড়ি খুঁজে দিক তাঁর ছেলেকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাতেও বিস্তর চাপানউতোর চলছে। জোরকদমে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এলাকায় চলছে জিজ্ঞাসাবাদ। দেখা হচ্ছে সিসিটিভি। 

Next Article