মালদহ: ঘরে ঢুকে মারধর দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ তৃণমূল নেতা তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পালানোর সময় তৃণমূল নেতাকে হাতে নাতে ধরে আটকে রাখে গৃহবধূর আত্মীয়রা। পরে তৃণমূল নেতার পরিবার ও অনুগামীরা গিয়ে পালটা হামলা করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। তীব্র চাঞ্চল্য মালদহের গাজোলে।
অভিযোগ, গাজোলের আলাল অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য রাত ১০টা নাগাদ স্থানীয় এক মহিলার ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। ওই গৃহবধূর চিৎকার শুনে তার শ্বশুর শাশুড়ি দেওর ছুটে গেলে, অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। তখন তাঁকে ওই পরিবারের লোকজন ধরে রাখেন।
তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবারের লোকজন, অনুগামীরা রাতে খবর পেয়ে চড়াও হন ওই বাড়িতে। অভিযোগ, নির্যাতিতা বাড়ির পরিবারের লোকজনকে মারধর করে তাঁকে ছিনিয়ে নেন। রাতে ওই পরিবারের লোকজন গাজোল হাসপাতালে চিকিৎসার জন্য এবং গাজোল থানাতে অভিযোগ জানানোর জন্য আসার সময় রাস্তার উপরেও তাঁরা চড়াও হন এবং ব্যাপকভাবে মারধর করেন।
পরবর্তীতে গাজোল হাসপাতালে চিকিৎসার পর তাঁরা গাজোল থানায় লিখিত অভিযোগ জানান। ওই গৃহবধূকে মেডিক্যাল করার জন্য পুলিশ প্রশাসন নিয়ে যাচ্ছে। গাজোল থানার পুলিশ তদন্ত শুরু করেছে।