Crocodile Rescue: মালদায় উদ্ধার ৯ ফুটের ‘ধড়িবাজ’ কুমির, পুনর্ভবায় কীভাবে ঢুকল বিশাল জলদানব?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 25, 2022 | 9:32 PM

Malda: গাজল ফরেস্ট রেঞ্জের বন দফতরের (Forest Department) কর্মীরা শুক্রবার ওই কুমিরটিকে উদ্ধার করেন। বন দফতরের থেকে জানানো হয়েছে, প্রথমে প্রাথমিক চিকিৎসা করা হয় কুমিরটির এবং তারপর গঙ্গায় ছেড়ে দেওয়া হয়।

Crocodile Rescue: মালদায় উদ্ধার ৯ ফুটের ধড়িবাজ কুমির, পুনর্ভবায় কীভাবে ঢুকল বিশাল জলদানব?
কুমির উদ্ধার

Follow Us

মালদা: মালদায় ধরা পড়ল বিশাল আকৃতির কুমির (Crocodile Rescue))। লম্বায় প্রায় ৯ ফুট এবং ওজন প্রায় ২০০ কেজি। বৃহস্পতিবার মালদার (Malda) হবিবপুর ব্লকের পুনর্ভবা নদী থেকে উদ্ধার করা হয় ওই বিশালাকায় কুমিরটিকে। উল্লেখ্য, কিছুদিন আগেই মালদার মহানন্দা নদীতে কুমির দেখা গিয়েছিল বলে আতঙ্ক ছড়িয়েছিল। আর এরপর থেকে বন দফতরের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কুমিরটিকে ধরার। শেষ পর্যন্ত দীর্ঘ ১৫ দিনের চেষ্টার পর বন দফতরের কর্মীরা উদ্ধার করলেন কুমিরটিকে। গাজল ফরেস্ট রেঞ্জের বন দফতরের (Forest Department) কর্মীরা শুক্রবার ওই কুমিরটিকে উদ্ধার করেন। বন দফতরের থেকে জানানো হয়েছে, প্রথমে প্রাথমিক চিকিৎসা করা হয় কুমিরটির এবং তারপর গঙ্গায় ছেড়ে দেওয়া হয়।

কিন্তু মালদার মহানন্দ বা পুনর্ভবা নদী এলাকায় সচরাচর এমন কুমির-দর্শন মেলে না। কীভাবে এই কুমিরটি এখানে ঢুকে পড়ল? মালদার ডিএফও বি সিদ্ধার্থ জানাচ্ছেন, সম্ভবত গঙ্গা থেকেই কোনওভাবে এই কুমিরটি এদিকে চলে এসেছিল। তবে গঙ্গার কোন দিক থেকে এই কুমিরটি এসেছে, সেই বিষয়টি এখনই নিশ্চিতভাবে বলা হচ্ছে না। সেই কুমিরটিকে বৃহস্পতিবার রাতে ফরাক্কা বাঁধের কাছে গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি জানাচ্ছেন, এই কুমিরটি আকারে অনেকটাই বড়। মালদা জেলায় কুমির দেখা মিললেও, মালদা শহর এলাকায় এত বড় মাপের কুমির এই প্রথম। তিনি জানাচ্ছেন, “কুমিরটিকে আমরা বেশিক্ষণ আমাদের সঙ্গে রাখিনি। খুব দ্রুতটার সঙ্গে উদ্ধার করে, আমার গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, এই কুমির উদ্ধারকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মানুষদের মধ্যে। আতঙ্কের বাতাবরণও তৈরি হয়েছে এলাকায়। বৃহস্পতিবার স্থানীয় মৎস্যজীবীরাই প্রথম ওই কুমিরটিকে দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় বন দফতরের কাছে। শেষ পর্যন্ত দীর্ঘ চেষ্টার পর গ্রামবাসী ও বন দফতরের কর্মীদের চেষ্টায় ওই বিশালাকায় কুমিরটিকে উদ্ধার করা হয়। ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে মালদায়।

Next Article