AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: ২৭ বছর বয়সেই দার্জিলিং-সিকিমে হোটেলের মালিক, ব্রাউন সুগারের কারবারে সিদ্ধহস্ত, নিউ মার্কেট থেকে গ্রেফতার হাসমত

Drug Racket: হাসমতের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সাগরেদ সাব্বির শেখ এবং রবিউল শেখ- কে। সাব্বির মালদহের কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা। রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। হাসমত এ রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা হিসেবে কাজ করত বলে দাবি পুলিশের।

Malda: ২৭ বছর বয়সেই দার্জিলিং-সিকিমে হোটেলের মালিক, ব্রাউন সুগারের কারবারে সিদ্ধহস্ত, নিউ মার্কেট থেকে গ্রেফতার হাসমত
ধৃত হাসমতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 28, 2025 | 8:46 PM
Share

মালদহ: কলকাতার নিউ মার্কেট থেকে গ্রেফতার মাদক পাচার চক্রের কিং পিং। মালদহ পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পান্ডা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার-কাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমত শেখকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সঙ্গীকেও।

মালদহের কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলার বাসিন্দা হাসমত। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড মনিপুর সহ একাধিক রাজ্যে মাদক কারবারের বড়সড় চক্র তৈরি করার অভিযোগ ছিল এই হাসমতের বিরুদ্ধে। এর আগেই হাসমত গ্রুপের অন্তত ১০০ মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করে। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের তার মাদক চক্র সক্রিয় বলে জেনেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

হাসমতের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সাগরেদ সাব্বির শেখ এবং রবিউল শেখ- কে। সাব্বির মালদহের কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা। রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। হাসমত এ রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা হিসেবে কাজ করত বলে দাবি পুলিশের। মনিপুর থেকে কাঁচামাল এনে বিভিন্ন রাজ্যে সরবরাহ করা এবং ব্রাউন সুগার তৈরি ও বিক্রির মতো চক্রও রয়েছে হাসমতের। মাত্র ২৭ বছর বয়সেই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী এই হাসমত।

সিকিম, দার্জিলিং, কলকাতা সহ একাধিক জায়গায় তাঁর হোটেল রয়েছে। অভিযোগ, প্রচুর বেনামি সম্পত্তি ও জমির মালিক এই হাসমত। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সম্প্রতি মালদহ পুলিশের মাদক-বিরোধী অভিযানের কারণে হাসমত তাঁর মাদক তৈরির কারবার সম্প্রতি মালদহের কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ নিয়ে যায়। হাসমতের বিরুদ্ধে তদন্ত করছে নারকোটিক কন্ট্রোল ব্যুরোও। হাসমত ও তার সঙ্গীদের গ্রেফতার করে মালদহে নিয়ে যাওয়া হয়েছে। ধৃতদের এদিন মালদহ আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।