মালদহ: একজন বা দু’জন নয়, একেবারে ১২০ জন পড়ুয়াকে ক্লাসে ঢুকিয়ে অকথ্য নির্যাতনের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে। জামা খুলে রড, বেল্ট দিয়ে চলেছে বেধড়ক মার। ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন ছাত্র। কাঠগড়ায় মালদহের গাজলের একটি বেসরকারি স্কুল। কাঠগড়ায় স্কুলের তিন শিক্ষক। ইতিমধ্যেই ওই শিক্ষকদের বিরুদ্ধে গাজল থানায় অভিযোগ দায়ের করেছেন অভিভাবকেরা। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষকও আলাদা করে একটি মামলা দায়ের করেছেন বলে জানা যাচ্ছে।
অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলে বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকেরা। স্কুলের সামনে চলে বিক্ষোভ। ঘটনায় ব্য়াপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, যে ছাত্রদের মারা হয়েছে তারা প্রত্যেকেই স্কুলের হস্টেলের আবাসিক। হস্টেলে কোনও সমস্যার জেরেই মঙ্গলবার দুপুরে সপ্তম শ্রেণির ক্লাস রুমে ছাত্রদের একত্রিত হতে বলা হয়। ছাত্ররা এলেই বন্ধ করে দেওয়া হয় ক্লাসরুমের দরজা। অভিযোগ তারপরই শুরু হয় নির্যাতন।
ঘটনায় স্কুলের ক্লাস টেনের এক ছাত্র বলছে, আমাদের বিনা কারণে মারা হয়েছে। সিসিটিভি কাপড় দিয়ে আটকে রেখে গোটা ঘটনার ভিডিয়ো করা হয়েছে। তিনজন স্যার ভিডিয়ো করেছেন। আর তিনজন স্যার আমাদের মারধর করেছেন।