মালদহ: বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল মালদহের (Maldah) কালিয়াচকে। এলাকারই একটি বাড়িতে ছাদের গোপন ঘরে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো বলে অভিযোগ। ইতিমধ্যেই বাড়ির মালিককে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
কালিয়াচকের আলিপুর গ্রামপঞ্চায়েতের চণ্ডীপুর পটুয়াটুলি। সেখানকার বাসিন্দা রাকিবুল শেখ। অভিযোগ, তাঁরই বাড়ির ছাদে একটি ঘরে তৈরি হতো আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে সেখানে হানা দেয় কালিয়াচক থানার পুলিস। রাকিবুলকে আটক করে। একইসঙ্গে গ্রেফতার করা হয় মহম্মদ আজম ও মহম্মদ ফারুখ আলম নামে আরও দুই যুবককে।
আরও পড়ুন: নন্দীগ্রামে ‘প্রার্থী’ মমতার ভোট প্রচারে বিশেষ ‘টিম’ তৃণমূলের
পুলিস সূত্রে খবর, ধৃত আজমই মূল অভিযুক্ত। তিনি বিহারের মুঙ্গেরের বাসিন্দা। এদিন ওই ছাদের ঘর থেকে অত্যাধুনিক ইম্প্রোভাইসড সাতটি পিস্তল উদ্ধার করে পুলিস। বেশ কিছু নির্মীয়মাণ পিস্তলও উদ্ধার হয়েছে। একইসঙ্গে অন্যান্য অস্ত্র-সহ অস্ত্র তৈরির সরঞ্জামও মিলেছে ঘটনাস্থল থেকে। এই কারখানা কতদিন ধরে চলছে, কারা কারা যুক্ত, এলাকাবাসী এ বিষয়ে আদৌ কোনও আঁচ পেয়েছিল কি না সবদিক খতিয়ে দেখছে পুলিস।