Suvendu Adhikari: বুলডোজার বাংলায় ঢুকল বলে: শুভেন্দু অধিকারী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 03, 2023 | 1:32 PM

Suvendu Adhikari: শুভেন্দুর বলেন, "ডাবল ইঞ্জিন আসছে। এই যোগাযোগ বলেছে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টি তোমাদের দিন ঘনিয়ে এসেছে।"

Suvendu Adhikari: বুলডোজার বাংলায় ঢুকল বলে: শুভেন্দু অধিকারী

Follow Us

মালদা: গাজোলের কর্মিসভায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ দুপুর ১টা নাগাদ বক্তব্য রাখতে ওঠেন তিনি। শুভেন্দু ছাড়াও এদিন মালদার একাধিক বিজেপি নেতা-কর্মীদের সভায় উপস্থিত থাকেন।

 

  1. শুভেন্দু বলেন, “অধিকাংশ জায়গায় স্বচ্ছ-ভারত অভিযানের টাকা পৌঁছয়নি। তৃণমূলের নেতারা পায়খানাও খেয়ে ফেলেছে। আর দু’চারটে যে শৌচালয়ের ঘর তৈরি হয়েছে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা ঢুকে রয়েছেন। ওদের বের করতে পারবেন না। ভাঙতে হবে।”
  2. শুভেন্দুর বলেন, “ডাবল ইঞ্জিন আসছে।বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টি তোমাদের দিন ঘনিয়ে এসেছে। উত্তর প্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল। অসম, কোচবিহার হয়ে এ রাজ্যে ঢুকল বলে।”
  3. শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ ঘর থেকে উঠে এসে নিজের গুণে বিশ্বনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি প্রান্তিক মানুষদের জন্য জাতীয় সড়ক বানিয়েছেন। অনেক নতুন রেল লাইন বানিয়েছেন। নানা উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি ক্ষমতায় আসার পর স্বচ্ছ-ভারত অভিযানের মাধ্যমে প্রত্যেক বাড়িতে যাদের শৌচালয় নেই তা বানানোর ব্যবস্থা করে দিয়েছেন।”
  4. এদিন শুভেন্দু বলেন, “আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। ২০১৮ সালে মালদায় প্রায়২০টির বেশি গ্রাম পঞ্চায়েত বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল। একাধিক পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছিল। তাই আগামী দিনে স্বচ্ছ-দুর্নীতিমুক্ত পঞ্চায়েত তৈরি  করুন।”
Next Article