Malda: রাস্তায় ফেলে মহিলাকে বেধড়ক মার, মালদহে হাড়হিম ঘটনা

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 17, 2024 | 7:28 PM

Malda: আরজি কর-এর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। গোটা রাজ্যে উঠছে আন্দোলনের ঝড়। এই আবহেই এবারে পৈশাচিকভাবে ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ। দর্শকের ভূমিকায় গোটা গ্রামবাসী।

Malda: রাস্তায় ফেলে মহিলাকে বেধড়ক মার, মালদহে হাড়হিম ঘটনা
মালদহে মারধর
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: আবারও ভয়াবহ ঘটনা মালদহে। দিনেরবেলার প্রকাশ্য রাস্তায় লাঠি-বাঁশ দিয়ে বেধড়ক মার এক গৃহবধূকে। রাস্তায় অচৈতন্য হয়ে পড়ার পরও মারের অভিযোগ। এমনকী মহিলার স্বামী ও মেয়েও পেলেন না রেহাই। আর দর্শকের ভূমিকায় গোটা গ্রাম। নৃশংস ঘটনাটি মালদহের মোথাবাড়ি চাঁনপুরের।

আরজি কর-এর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। গোটা রাজ্যে উঠছে আন্দোলনের ঝড়। এই আবহেই এবারে পৈশাচিকভাবে ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ। দর্শকের ভূমিকায় গোটা গ্রামবাসী। তাদের উপস্থিতিতেই ছয় থেকে সাত জন ব্যক্তি হাতে বাঁশ লাঠিসোঁটা নিয়ে মহিলাকে মাটিতে ফেলে পেটানো হচ্ছে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিয়ো। সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসায় মহিলাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই আহত মহিলা প্যারী বিবি তাঁর স্বামী বাবুল শেখ ও তাঁদের ষোলো বছরের এক মেয়ে আহত হয়েছে।

কী ঘটেছে?

জানা গিয়েছে, বাবলু শেখ ও প্যারি বিবিদের বসত ভিটা দখল নিতে চাইছে স্থানীয় তাজামুল শেখ সহ বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদ করায় দীর্ঘ কয়েক মাস ধরে এই বিবাদ চলে আসছে। এই মর্মে গত পরশুদিন মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। গতকাল ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ। এরপর আজ সকালে পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে? এই নিয়ে তেরে আসে তাজামুল শেখ সহ ছয় থেকে সাত জন বলে অভিযোগ। ব্যাপক হারে মারধর করা হয় বাবলু শেখ এবং তার পরিবারের সদস্যদের। আহত ব্যক্তি বাবলু শেখ বলেন, “আমি সকালবেলা ঘুম থেকে উঠি রাস্তায় দাঁড়ালাম। সেই সময় ওরা এসে মারতে শুরু করে। আমার স্ত্রীকে লাঠি দিয়ে মেরেছে। মেয়েটাকেও ছাড়েনি। পুলিশকে জানিয়েছিলাম।” যদিও, যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ তাঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Next Article