মালদা: সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এলাকাবাসী। তবে দিনটা যে এই ভাবে শুরু হবে তা হয়ত কেউ ঠাউর করতে পারেননি। গাছ থেকে জোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।
মালদার চাঁচল থানার ধানগারা গ্রাম পঞ্চায়েতের রণঘাট এলাকা। সেখানে বৃহস্পতিবার সকালে ঝুলন্ত দু’টি দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকাবাসী খবর দেন চাঁচল থানার পুলিশকে। পরে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাইফুদ্দিন (২২)। অপরদিকে কিশোরীর নাম নাইমা খাতুন (১৩)। তবে এটি আত্মহত্যা না অন্যকিছু এখনও অবধি জানা যায়নি। স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমরা সকালে বেরিয়েছিলাম। তখন আচমকা ঝুলতে দেখি। বুঝে উঠতে পারিনি ঠিক কী ঘটেছে। এরপর আমরা পুলিশকে জানাই। পুলিশ এসে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়। একটি নাবালিকা মেয়ে ও একটি ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।’
সবিস্তারে আসছে…