Khagen Murmu: বিক্ষোভস্থলেই অসুস্থ খগেন, আজই যাচ্ছেন দিল্লিতে
উল্লেখ্য, পুলিশকে বেল্ট মারার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। তবে তাঁকে না গ্রেফতার করে হামলার শিকার বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে ধরনায় বসেন খগেন।

মালদহ: পুলিশের নির্যাতনের অভিযোগ। অসুস্থ খগেন মুর্মু। আহত তাঁর স্ত্রী মঞ্জু কিস্কুও। এই বিষয়ে পার্লামেন্টে অধ্যক্ষের কাছেও নালিশ জানাতে চলেছেন সাংসদ। পুলিশ তাঁকে ধাক্কাধাক্কির পাশাপাশি আঘাত করেছে বলেও অভিযোগ খগেন মুর্মুর। ধরনা স্থলেই অসুস্থ হয়ে পড়েন সাংসদ। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে দ্রুত তাঁকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবনতি হলে তাঁকে রেফার করা হয়। দিল্লিতে চিকিৎসা করতে আজই যাচ্ছেন সাংসদ।
উল্লেখ্য, পুলিশকে বেল্ট মারার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। তবে তাঁকে না গ্রেফতার করে হামলার শিকার বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে ধরনায় বসেন খগেন। প্রায় কুড়ি-একুশ ঘণ্টা ধরনায় বসেন সাংসদ। অসুস্থ হয়ে পড়েন বিজেপির মহিলা কর্মীও। বিক্ষোভস্থলে পৌঁছন প্রচুর পুলিশ কর্মীরা। নামে র্যাফও। এরই মধ্যে সন্ধে হলে জানা যায় অসুস্থ হয়ে পড়েছেন সাংসদ। খগেন বলেন, “আজও আইসি দেখা করলেন না। সাক্ষাতের প্রয়োজন মনে করলেন না। একজন মহিলা অসুস্থ হয়েছেন। একবারও পুলিশ এল না। এটা কি সৌজন্যতা? আইসি তো আইনের রক্ষক। উনি কী বোঝাতে চাইছেন?”
জানা যাচ্ছে, হাই প্রেসার, হাই সুগারের পাশাপাশি শরীরে আঘাত রয়েছে বিজেপি সাংসদের। এদিকে এই নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন কেন্দ্রে ও রাজ্য স্তরের নেতারা। কয়েকবার খোঁজ নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া ছাড়াও পুলিশ তথা চাঁচল থানার আইসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ কী নেওয়া হবে সেই বিষয়েও আলোচনা করবেন শুভেন্দু অধিকারী। এছাড়াও একাধিক বিধায়ক খোঁজ নিয়েছেন তাঁর।
