AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: স্কুলে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে আঙুল উঁচিয়ে হুমকির অভিযোগ, CCTV-তে ধরা পড়ল ছবি

Malda: এই ঘটনায় পর থেকে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা । যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে কোন খারাপ আচরণ করা হয়নি বলেই দাবি পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতার । এ

Malda: স্কুলে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে আঙুল উঁচিয়ে হুমকির অভিযোগ, CCTV-তে ধরা পড়ল ছবি
স্কুলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ছবি!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 23, 2025 | 11:41 AM
Share

মালদহ: স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুমকির অভিযোগ। আঙুল উঁচিয়ে শাসানি তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির অভিযোগ। ইতিমধ্যেই সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে জেলা শিক্ষা মহলে। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন ও শিক্ষা দফতর। হবিবপুর ব্লকের বুলবুল চন্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ের ঘটনা।

পুলিশ ও  স্কুল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পর থেকে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা । যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে কোন খারাপ আচরণ করা হয়নি বলেই দাবি পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতার । এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানতোর ।

জানা গিয়েছে,  বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সূচনা। ছুটি না পাওয়ার বিষয়টি বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়কে জানিয়ে নালিশ শিক্ষিকার। ঘটনা জানতে পেরে পরের দিন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন, বিভিন্ন ভাবে অপমান ও হেনস্থা করেন বলে অভিযোগ।

পাশাপাশি ভারপ্রাপ্ত শিক্ষিকার যোগ্যতা নিয়েও কটূক্তি করা হয় বলে অভিযোগ। ঘটনার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে জেলা শিক্ষা মহলে শোরগোল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন শিক্ষিকা চিৎকার করে কান্নাকাটি করছেন এবং পরিচালন সমিতির সভাপতি রীতিমতো আঙ্গুল উচিয়ে ভারপ্রাপ্ত শিক্ষিকাকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করছেন।

ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদার বলেন , “সুবোধবাবু বিদ্যালয়ে এসে চিৎকার চেঁচামেচি করে বিভিন্নভাবে অপমান করতে থাকেন। ৩৪ বছরের চাকরি জীবনে তিনি এত অপমানিত হননি। অন্যান্য সহকারী শিক্ষিকা রাও এই বিষয়ে শঙ্কিত।” তাঁর অভিযোগ, মিডডে মিল আমাদের হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন ওই নেতা।এমনকি অভিযোগ, পরিচালন সমিতির যে কমিটি গঠন হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। কারণ টিয়ার সিলেকশন না করলে কোন সিদ্ধান্ত নেওয়া যায় না। তিনি কোনদিনও কোন ক্ষেত্রেই নিয়ম প্রথম থেকেই মানছেন না। এই ঘটনা উল্লেখ করে হবিবপুর ব্লকের বিডিও ও জেলা শিক্ষা দফতরকেও বিষয়টি জানানো হয়েছে।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সুবোধ রায়ের। তিনি জানান, দীর্ঘদিন ধরে মিড ডে মিলের নিম্নমানের খাওয়া-দাওয়ার অভিযোগের পাশাপাশি স্কুলে পড়াশোনা লাটে উঠেছে শিক্ষিকারা দল বেঁধে ছুটি নিচ্ছেন, সেই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে বলা হয়েছে তাতে উনিই দুর্ব্যবহার করেছেন। তিনিও ভারপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবর বিদ্যালয় পরিদর্শক ও জেলার ডি আই কে লিখিত অভিযোগ জানিয়েছেন।