Malda Bombing: ফের বিস্ফোরণ, মালদায় বোমা বাঁধতে গিয়ে মৃত ৩, হাসপাতালে চিকিৎসাধীন একাধিক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 18, 2022 | 5:44 AM

Malda Bombing: মালদার মানিকচক থানার গোপালপুরের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ঘরের মধ্যে বোমা তৈরির কাজ চলছিল।

Malda Bombing: ফের বিস্ফোরণ, মালদায় বোমা বাঁধতে গিয়ে মৃত ৩, হাসপাতালে চিকিৎসাধীন একাধিক
মালদায় বোমা বিস্ফোরণ (নিজস্ব ছবি)

Follow Us

মালদা: বারুদের স্তূপে বাংলা। ফের বিস্ফোরণ। ফের প্রাণহানি। বোমা বিস্ফোরণে মৃত্যু হল তিনজনের। আহত বেশ কয়েকজন। তাঁরা প্রত্যেকে হাসপাতালে চিকিৎসাধীন।

মালদার মানিকচক থানার গোপালপুরের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ঘরের মধ্যে বোমা তৈরির কাজ চলছিল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বোমা বাঁধতে গিয়ে এই অঘটন ঘটেছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট এই এলাকায় এর আগেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারপর পুলিশ পিকেট বসানো হয়। সেই সময় গ্রেফতারও করা হয় কয়েকজনকে।

অভিযোগ, এলাকার তৃণমূল নেতা সইফউদ্দিন ও নাসির আলি এদের দু’জনের মধ্যে ঝামেলা দীর্ঘদিনের। যার জেরে মাঝেমধ্যেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর আগে এতটাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যে বোমাবাজির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ভাঙচুর করা হয়। তারপর পুলিশ এসে পরিস্থিতি ঠান্ডা করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে ফের শুরু হয় উত্তেজনা।

প্রাথমিক ভাবে দেখা গিয়েছে, গোপালপুরের ওই গ্রামের প্রায় সকলেই তৃণমূল কর্মী। এলাকারই একটি বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় আচমকা বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে প্রাণ হারান দুজন। আহত হন বেশ কয়েকজন। তাঁদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। নাম সোলেমান সেখ। বয়স ত্রিশ বছর। আরও একজনের পরিস্থিতি এতটাই খারাপ যে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হতে পারে। আহত ওই ব্যক্তির স্ত্রী-র দাবি, তাঁর স্বামীকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল ওই বাড়িতে বোমা বাঁধতে।

অন্যদিকে, এলাকাতে ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। তবে আটক করা হয়েছে কয়েকজনকে।

Next Article