Malda: ১০০ টাকা রাখলে মিলবে ৪০,০০০! স্বপ্ন দেখেছিল ওরা, সব চুরমার
Malda: গ্রাহকরা জানাচ্ছেন, এলাকায় ঘুরে ঘুরে চড়া সূদের প্রলোভন দেওয়া হত ওই সংস্থার তরফে। বলা হত, দৈনিক ১০০ টাকা করে জমা করলে ৮ শতাংশ সুদ পাওয়া যাবে।

মালদহ: আবারও চিট ফান্ড! কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল মালদহে। পলাতক ম্যানেজারকে হাতেনাতে ধরে মারধর করল উত্তেজিত জনতার। তুমুল বিক্ষোভ মালদহের চাঁচলের মালতীপুরে। পুলিশ পৌঁছলে পুলিশকর্মীদের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয়ে যায় সাধারণ মানুষের। পরে অভিযুক্ত ম্যানেজারকে আটক করে চাঁচল থানার পুলিশ।
অভিযোগ, সাধারণ মানুষকে বোঝানো হচ্ছিল দৈনিক ১০০ টাকা করে জমালেই মিলবে হাজার হাজার টাকা। চড়া সুদের লোভ দেখিয়ে এভাবেই এলাকার বাসিন্দাদের কাছ থেকে তোলা হয়েছিল কোটি কোটি টাকা! পরে ওই গ্রাহকরা টাকা ফেরত না পাওয়ায় সংস্থার দ্বারস্থ হয়। ম্যানেজারের কাছে জানতে চান তাঁরা।
অভিযোগ, সেই সংস্থার মালিক এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। আর তাতেই হতাশ হাজার হাজার গ্রাহক। অবশেষে ম্যানেজারকে এলাকায় দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলেন গ্রাহকেরা। গ্রাহকদের মধ্যে কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ গৃহবধূ। কেউ চা মুড়ির দোকান চালান। অভিযোগ, ওই সংস্থার মূল শাখা ছিল সামসিতে। আরও ৬টি শাখা ছিল। অভিযোগ, সেইসব শাখা বন্ধ করে পালিয়েছে সংস্থার মালিক।
গ্রাহকরা জানাচ্ছেন, এলাকায় ঘুরে ঘুরে চড়া সূদের প্রলোভন দেওয়া হত ওই সংস্থার তরফে। বলা হত, দৈনিক ১০০ টাকা করে জমা করলে ৮ শতাংশ সুদ পাওয়া যাবে। ৪০ হাজারেরও বেশি টাকা পাওয়া যাবে বলে প্রলোভন দেখানো হত। আর লাখপতি হওয়ার স্বপ্ন নিয়ে ছোট ব্যবসায়ীরা কেউ দুটি আবার কেউ তিনটি বই করে ফেলেছিলেন ওই সংস্থায়।
মালতীপুরের পরানিনগরের প্রতারিত গ্রাহক আসিফ ইকবালের অভিযোগ, এরকম ছটি শাখা রয়েছে। সেখান থেকে কোটি কোটি টাকা তুলে পালিয়েছে সংস্থার মালিক। আপাতত পুলিশের মুখের দিকে তাকিয়ে আছেন তাঁরা। ঘটনার পর হতাশ গ্রাহকরা।
সোমবার মালতীপুর থেকে ওই সংস্থার ম্যানেজারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রতারিত গ্রাহকরা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
