Malda: তিনিও বিএলও, তিনিই আবার প্রভাবশালী তৃণমূল নেতা! অভিযোগ জমা পড়ল জেলাশাসকের কাছে
Malda: গত ৪ অগস্ট তিনি বিএলও হিসাবে নিযুক্ত হন। কাজ শুরু করেছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশে ৪ নভেম্বর থেকে শুরু হয় ফিল্ড ওয়ার্ক। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ। এরই মাঝে গত ৮ নভেম্বর তৃণমূল তাঁকে মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হিসেবে তাকে নিযুক্ত করে।

মালদহ: প্রভাবশালী তৃণমূল নেতা বিএলও। অভিযোগ জেলাশাসকের কাছে। অভিযোগ, প্রভাবিত করছেন ভোটারদের, চলছে কারচুপি।তৃণমূলের শিক্ষক সমিতির জেলা সভাপতি বিএলও।আর এই নিয়েই বিতর্ক মালদহে। মালদহের ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ১০১ নম্বর বুথের বিএলও হিসাবে নিযুক্ত হয়েছেন আশিস মণ্ডল। তিনি ঝলঝলিয়া রেলওয়ে হাই স্কুলের শিক্ষক।
জানা যাচ্ছে, গত ৪ অগস্ট তিনি বিএলও হিসাবে নিযুক্ত হন। কাজ শুরু করেছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশে ৪ নভেম্বর থেকে শুরু হয় ফিল্ড ওয়ার্ক। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ। এরই মাঝে গত ৮ নভেম্বর তৃণমূল তাঁকে মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হিসেবে তাকে নিযুক্ত করে। বিএলও-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপির। বিষয়টি নিয়ে দ্রুত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে অনান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও।
তবে তৃণমূল কংগ্রেসের দাবি বিষয়টি প্রশাসন দেখছে। এদিকে ওই বিএলও আশিস মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেও তিনি একইভাবে ফর্ম বিলি করছেন,ফর্ম জমাও নিচ্ছেন। আশিস বলেন, “আমি অগস্ট মাস নাগাদ বিএলও হিসাবে নিযুক্ত হয়েছি। চলতি মাসের ৮ তারিখে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা সভাপতির পদ পেয়েছি। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।”
এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ আন্দোলনে নামে বিজেপি। বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলাশাসকের কাছে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়।
