AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri: SIR চলাকালীন বিজেপির নতুন কর্মসূচি, উত্তরে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে শুভেন্দু-বনসাল

Siliguri Suvendu Adhikari: শঙ্কর ঘোষ বলেন, "আজকের বৈঠক থেকেই আমাদের টার্গেট ঠিক রেখে আরও এগনোর চেষ্টা চলবে। উত্তরে আসন বৃদ্ধিই আমাদের উদ্দেশ্য।" একই সঙ্গে তিনি বলেন, "বহু মানুষ ফর্ম ফিলআপ করতে পারছেন না। আমরা ককিশনকে বলব কমিশনের তরফে হেল্প ডেস্ক হোক।"

Siliguri: SIR চলাকালীন বিজেপির নতুন কর্মসূচি, উত্তরে ভোট প্রস্তুতি নিয়ে  বৈঠকে শুভেন্দু-বনসাল
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 13, 2025 | 4:57 PM
Share

শিলিগুড়ি: বৃহস্পতিবার শিলিগুড়িতে শুভেন্দু অধিকারী– সুনীল বনসাল। উত্তরের একাধীক জেলা নিয়ে নির্বাচনী প্রস্তুতি বৈঠক বিজেপির। থাকছেন উত্তরবঙ্গের বিধায়ক সাংসদেরাও । তার আগে সকালে SIR ক্যাম্পে সাংসদ রাজু বিস্তা, বিপ্লব দেবরা। রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। শুধু ক্যাম্প করাই নয়, নিজ হাতে ভোটারের ফর্ম ফিলআপ করে দিচ্ছেন সাংসদ রাজু বিস্তা। উত্তরবঙ্গে SIR এবং ভোট প্রস্তুতি নিয়ে দলের উত্তরবঙ্গের সমস্ত স্তরের কার্যকর্তাদের আজ বৈঠকে ডেকেছে বিজেপি।

সেখানেই জানিয়ে দেওয়া হবে শুক্রবার থেকে পরবর্তী পরিস্থিতিতে কী কী করণীয়। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “আজকের বৈঠক থেকেই আমাদের টার্গেট ঠিক রেখে আরও এগনোর চেষ্টা চলবে। উত্তরে আসন বৃদ্ধিই আমাদের উদ্দেশ্য।” একই সঙ্গে তিনি বলেন, “বহু মানুষ ফর্ম ফিলআপ করতে পারছেন না। আমরা ককিশনকে বলব কমিশনের তরফে হেল্প ডেস্ক হোক।”

এদিন আশ্রমপাড়ায় হেল্প ডেস্কে গিয়ে ফর্ম ফিলআপ করতে না পারা মানুষদের ফর্ম ভরে দেন সাংসদ রাজু বিস্তা।তিনি বলেন এবার উত্তরে তৃণমূলের সবপ্নভঙ্গ হবেই।

প্রায় একই কায়দায় কর্পোরেট স্টাইলে বিজেপি কল সেন্টারও খুলেছে। এসআইআর নিয়ে বিএলএ ২ দের সহায়তা ও বিএলও-দের বেনিয়মে নজরদারি চালাতে খোলা হল বিশেষ সেল। বিএলও ২ দের সহায়তা করতে এবং বিভিন্ন এলাকায় SIR এ BLO দের বেনিয়মে নজরদারি চালাতে এবার কর্পোরেট স্টাইলে কল সেন্টার বিজেপির। মেদিনীপুর সংগঠনিক জেলা বিজেপির সদর কার্যালয়ে খোলা হয়েছে এই কল সেন্টার। নাম দেওয়া হয়েছে এস আই আর কমপ্লেন সেল এন্ড মনিটরিং সেল।

উল্লেখ্য,  রাজ্য বিজেপি সূত্রের দাবি, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের আগেই সেখানে দলের পরিস্থিতি নিয়ে সাংগঠনিক রিপোর্ট জমা পড়েছিল। তাতে ২০২১ সালের চেয়ে অনেক বেশি আসন পাওয়ার সম্ভাবনা তথ্য-সহ তুলে ধরা হয়েছে। উত্তরবঙ্গে বিধানসভা আসন ৫৪টি। বিজেপির একটি সূত্রের দাবি, ৪৪ থেকে ৪৮টিতে তৃণমূলকে ‘হারানোর পরিস্থিতি’ রয়েছে বলে সাংগঠনিক রিপোর্টে বলা হয়েছে। ছাব্বিশের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত ঝালিয়ে নিয়েই এই বৈঠক।