AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda Labours: ‘তুলে নিয়ে গিয়েছিল… তবু ও রাজ্যে তো যেতেই হবে, এখানে কাজ নেই’, ক্যাম্প থেকে ফিরে বলল ওরা

Malda Labours: পরিযায়ী শ্রমিকদের বক্তব্য, 'এখানে কোনও কাজ নেই। বাংলায় একদিন কাজ হলে, বাকি দিন বসে থাকতে হয়। দু'মুঠো অন্নও জুটবে না।'

Malda Labours: 'তুলে নিয়ে গিয়েছিল... তবু ও রাজ্যে তো যেতেই হবে, এখানে কাজ নেই', ক্যাম্প থেকে ফিরে বলল ওরা
হরিয়ানা থেকে ফেরা শ্রমিকরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 29, 2025 | 2:13 PM
Share

মালদহ: হঠাৎ একদিন তুলে নিয়ে যাওয়া হয়েছিল ওদের। আটকে রাখা হয়েছিল। খেতে দেওয়া হত ডাল-রুটি। লাইনে দাঁড় করিয়ে বলা হয়েছিল ‘ওরা বাংলাদেশি’। গুলি করবে বলে ধমকও দেওয়া হয়েছিল! হরিয়ানা থেকে বাংলায় ফিরে সেই অভিজ্ঞতার কথা বললেন শ্রমিকরা। কিন্তু এতকিছুর পরও তাঁদের বক্তব্য, ‘ওই রাজ্যে তো যেতেই হবে। এখানে তো কাজ নেই। বাইরে না গেলে খাব কী?’

সদ্য হরিয়ানা থেকে মালদহের হরিশ্চন্দ্রপুররের রাঙাইপুরে ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের অভিযোগ, তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের, তবে হরিয়ানায় কোনও নির্যাতন বা অত্যাচার হয়নি। একটা হল ঘরের মতো জায়গায় তাঁদের রাখা হয়েছি। সেখানেই প্রায় দিন দশেক থাকতে হয় তাঁদের।

এক শ্রমিক বলেন, “এক দিন আমরা বাড়ি থেকে ফিরেছি। কাজ করে বাড়ি ফিরেছি। জামাকাপড় বদলাচ্ছি। হঠাৎ এক আধিকারিক এসে আধার কার্ড চাইল। দিলাম। তারপর সবারটা চাইল। তারপর বলল গাড়িত বস। চেকিং হবে। বসলাম। আমাদের নিয়ে যাওয়া হল। তারপর একদিন লাইনে দাঁড় করিয়ে বলছিল, ওরা বাংলাদেশি। গুলি করবে বলে ধমক দিচ্ছিল।” দিন কয়েক রাখার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে আবারও হরিয়ানায় যেতে হবে তাঁদের। কারণ এ রাজ্যে কাজ নেই।

পরিযায়ী শ্রমিকদের বক্তব্য, ‘এখানে কোনও কাজ নেই। বাংলায় একদিন কাজ হলে, বাকি দিন বসে থাকতে হয়। দু’মুঠো অন্নও জুটবে না।’ তাঁদের বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন আগে কাজ দিন। সঠিক রোজগার পেলে ভাবা যাবে।’ একই পরিবারের দুই ভাইকে আটকে রাখা হয়েছিল। মঙ্গলবার ফিরেছেন তাঁরা। তাঁদের মধ্যে একজন আবার বিশেষভাবে সক্ষম। বাড়িতে বিধবা মা, স্ত্রী, পুত্ররা রয়েছে।