Mausam Noor: ‘মৌসমকে চাই না’, গণস্বাক্ষর জোগাড় করছে খোদ তৃণমূলের কর্মীরাই

Subhotosh Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 06, 2023 | 2:37 PM

Mausam Noor: জেলা তৃণমূলের সাধারণ কর্মী, যাঁরা এতদিন মৌসম নুরের অনুগামী ছিলেন এখন তাঁরাই অভিযোগ করছেন, দল মৌসম নুরকে যথেষ্ট সম্মান দিলেও মৌসম তার মর্যাদা রাখেননি। কার্যত যোগাযোগ বন্ধ করে দিয়েছেন কর্মীদের সঙ্গেও।

Mausam Noor: মৌসমকে চাই না, গণস্বাক্ষর জোগাড় করছে খোদ তৃণমূলের কর্মীরাই
মৌসন নুর (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

মালদহ: আদ্যন্ত কংগ্রেস পরিবারের মেয়ে মৌসম নুর যখন শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিল, তা কিছুটা অবাক করেছিল রাজনৈতিক মহলকে। দলবদল করেও টিকিট পেলেও ২০১৯-এর লোকসভা নির্বাচনে জয়ী হতে পারেননি পরপর দু বারের লোকসভার সাংসদ মৌসম। হেরে যাওয়ার পর তাঁকে দলের তরফে সম্মান দিয়ে রাজ্যসভার সাংসদ করা হয়। কিন্তু ৫ বছর পেরিয়ে সেই মৌসমের প্রার্থী হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মৌসমের সঙ্গে ঘাসফুলের চিড় ধরছে, এমন গন্ধ অনেকেই পেয়েছিলেন আগে। তবে এবার আর কোনও রাখঢাক নেই। একেবারে প্রকাশ্যে মৌসমের বিরুদ্ধে মুখ খুলছেন মালদহ জেলার তৃণমূল নেতারা। মৌসমকে যাতে প্রার্থী না করা হয়, সেই আর্জি জানিয়ে তাঁরা চিঠি লিখছেন রাজ্য নেতৃত্বের উদ্দেশে।

সূত্রের খবর, মালদহ জেলা তৃণমূলের একদম সাধারণ কর্মী থেকে নেতা কেউই আর মৌসম নুরকে চাইছেন না। বিভিন্ন কর্মসূচিতেও তাঁকে একরকম বয়কট করা শুরু হয়েছে। সম্প্রতি চাঁচলের একটি দলীয় কর্মসূচিতে ডাকই পাননি তিনি। বিষয়টা এতটাই চরমে পৌঁছেছে যে মৌসমকে যাতে প্রার্থী না করা হয়, তার জন্য গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। কর্মীদের দাবি উত্তর মালদহের প্রার্থী করা হোক বর্তমান জেলা সভাপতি তথা আব্দুর রহিম বক্সীকে। কেন এত বিরোধিতা? কর্মীরা বলছেন, মৌসম নুরকে গত পাঁচ বছরে দেখতেই পাওয়া যায়নি এলাকায়।

জেলা তৃণমূলের সাধারণ কর্মী, যাঁরা এতদিন মৌসম নুরের অনুগামী ছিলেন এখন তাঁরাই অভিযোগ করছেন, দল মৌসম নুরকে যথেষ্ট সম্মান দিলেও মৌসম তার মর্যাদা রাখেননি। কার্যত যোগাযোগ বন্ধ করে দিয়েছেন কর্মীদের সঙ্গেও। অভিযোগ, তাঁর সঙ্গে বাড়িতে দেখা করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। সাধারণ মানুষের সঙ্গেও যোগাযোগ প্রায় নেই বললেই চলে। অন্যদিকে, তৃণমূল কর্মীরা জানাচ্ছেন, জেলা সভাপতি রহিম বক্সী সকাল সাতটা থেকেই রাস্তায় বেরিয়ে পড়েন। কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। আপদে-বিপদে তাঁকেই পাশে পাওয়া যায়। তাঁর নেতৃত্বে পুরসভা ও পঞ্চায়েতে ভাল ফলও করেছে তৃণমূল।

প্রার্থী নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে রহিম বক্সি বলেন, “তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ঠিক করবেন প্রার্থী কে হবে। আমরা দলের সৈনিক। আমার এ ব্যাপারে কিছু বলার নেই।” এদিকে, মৌসম নুরের বক্তব্য, তেমন কিছুই ঘটেনি। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, “সব দলেই ক্ষোভ বিক্ষোভ থাকে। আমাদের নেতা অভিষেক, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল অনেক মজবুত হয়েছে। ভুল বোঝাবুঝি অনেক সময় থাকে, সেগুলো কোনও বড় ব্যাপার নয়। দল আরও অনেক মজবুত হবে ও এগিয়ে যাবে।”

Next Article