মালদা: মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মহিলাকে বিবস্ত্র করে নগ্ন ভিডিয়ো তৈরির চেষ্টার অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয়া ওই যুবতী। ঝড়ের রাতে হাসপাতালে আশ্রয় চাইতে গেলে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ।
নিগৃহীতার বয়ান অনুযায়ী, শক্রবার রাতে বাইরে তখন প্রচণ্ড ঝড় হচ্ছিল। তিনি হাসপাতালেই নিরাপদ আশ্রয়ে থাকতে চেয়েছিলেন। নিরাপত্তারক্ষীদের কাছে সে বিষয়ে প্রশ্ন করেছিলেন। অভিযোগ, নিরাপদ জায়গা দেখিয়ে দেওয়ার নাম করে হাসপাতালেরই কয়েকজন কর্মী তাঁকে ডেকে নিয়ে যান। তারপর তাঁকে বিবস্ত্র করে নগ্ন ছবি তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
শুক্রবার রাতে কোনওক্রমে সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসেন তিনি। এরপর পরিবারকে গোটা বিষয়টি খুলে বলেন। এরপর ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানান নিগৃহীতার পরিবারের সদস্যরা। ঘটনায় বিভাগীয় তদন্ত হচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নিগৃহীতার বয়ান অনুযায়ী, যে ঘরে ঘটনাটি ঘটেছে, তার কয়েক হাত দূরেই ওয়ার্ড মাস্টারের ঘর। কীভাবে এতটা নিরাপত্তাহীন হতে পারে হাসপাতাল চত্বর, প্রশ্ন থাকছেই। এমএসভিপি বলেন, “আজ ওয়ার্ড মাস্টার নিজেই বিষয়টি জানান। পুলিশ এসে তদন্ত শুরু করেছে।”