মালদহ: রবিবার সাতসকালে মালদহে কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ। উত্তপ্ত মালদহের মানিকচকের গোপালপুর এলাকা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সইফউদ্দিন শেখ (৪২)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ পিকেট মোতায়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুরের তৃণমূল অঞ্চল সভাপতি নাসির শেখের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ছিল কংগ্রেস নেতা সইফউদ্দিন শেখের। মূলত এলাকাদখল নিয়ে দুপক্ষের মধ্যে বচসা দীর্ঘদিনের। পঞ্চায়েত নির্বাচনের সময়েও গোপালপুর এলাকা মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল। সে সময়েও এক কংগ্রেস নেতা খুন হন বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গোপালপুর এলাকা মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়। যতদিন পুলিশ থাকে, ততদিন শান্ত থাকে এলাকা। এরপর আবারও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
রবিবার সকালেও নতুন করে সেই পুরনো ইস্যুতেই অশান্ত হয়ে ওঠে গোপালপুর এলাকা। নাসির শেখ গোষ্ঠীর সঙ্গে সইফউদ্দিন গোষ্ঠীর সংঘর্ষ হয়। অভিযোগ বচসার মাঝেই সইফউদ্দিনের পিঠ লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সইফউদ্দিনের।
নিহত কংগ্রেস নেতার আত্মীয় বলেন, “দুটো বোম একেবারে সইফউদ্দিনের পিঠে মেরেছে। নাসির এর আগে আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে। তৃণমূলের ওই নেতাই এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। এটা অনেক দিনের পুরনো ক্ষোভ।”