Maldah ATM Card: ঢিল ছোড়া দূরত্বে ব্যাঙ্ক, পুকুর ধারে এক বস্তা ATM কার্ড!

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 13, 2023 | 5:16 PM

Maldah ATM Card: এই এটিএম কার্ড কীভাবে এলাকায় পৌঁছল ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় বাসিন্দারা।

Maldah ATM Card: ঢিল ছোড়া দূরত্বে ব্যাঙ্ক, পুকুর ধারে এক বস্তা ATM কার্ড!
এটিএম কার্ড উদ্ধার

Follow Us

মালদা: একবস্তা এটিএম কার্ড উদ্ধার। রতুয়া দুই নম্বর ব্লকের মহারাজপুর এলাকায় বিপুল পরিমাণে এটিএম কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। পরিত্যক্ত পুকুরের পাড় থেকে প্রায় এক বস্তা এটিএম কার্ড উদ্ধার হয়েছে, এমনটাই জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এই এটিএম কার্ড কীভাবে এলাকায় পৌঁছল ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। মালদার রতুয়া ২ ব্লকের অন্তর্গত মহারাজপুর এলাকায় অবস্থিত রয়েছে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর একটি শাখা।

এই ব্যাঙ্কের শাখার ঢিল ছোড়া দূরত্বে বস্তা এখানে উদ্ধারের ঘটনায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের মতে, এই এটিএম কার্ড এখনও বাতিল হওয়ার সময়সীমা বাকি রয়েছে। গ্রাহকদের নামে তৈরি হওয়া এই এটিএম কার্ড কী করে ফেলে দিল, সে নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। গোটা ঘটনায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানাচ্ছে, এই এটিএম কার্ড থেকে কোন গ্রাহকের ক্ষতি হবে না। এটিএম কার্ড তৈরি হলেও কোন গ্রাহকের কাছে ইস্যু হয়নি। তবে ব্যাঙ্কের এটিএম উদ্ধারের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।  তাঁর বক্তব্য, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে এটিএম কার্ড দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তাই যে কার্ডগুলো পাওয়া গিয়েছে, সেগুলি বৈধ নয়। এতগুলো এটিএম কার্ড কীভাবে পাওয়া গেল,  পরিত্যক্ত পুকুরপাড়ে কীভাবে এতগুলো এটিএম কার্ড এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিগত দিনে কোনও গ্রাহক এই নিয়ে কোনও অভিযোগ করেছেন কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Next Article