মালদা: নির্মীয়মান বাড়ির ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়া পীরলেক গার্ডেন এলাকায়। ওই যুবকের নাম সমীর রায় (৩০)। পরিবারের তরফে খুনের অভিযোগ করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ।
শুক্রবার সকালে ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়া পীর লেক গার্ডেন এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সমীর রায়। বয়স ৩০। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাতে আর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার সকালে এলাকারই একটি নির্মীয়মান ভবনের সিঁড়ির নীচ থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়।
দেহে একাধিক ক্ষত ছিল। দৃশ্যত তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের দাদা অমিত রায়ের অভিযোগ, তাঁর ভাইকে খুন করা হয়েছে। কারণ তার ভাইয়ের মুখে রক্ত এবং মাথায় আঘাত রয়েছে।
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকারের স্বামী সন্তোষ কর্মকার জানান, পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গেছে। এর পিছনে কী কারণ থাকতে পারে,তা খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কিনা, ওই ব্যক্তি আদৌ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।