প্রধানের সই জাল করে মদ-জুয়া বসাত পাড়ায় পাড়ায়! ব্যস শ্রীঘরে সিভিক ভলান্টিয়র
মালদহ: প্রধানের সই, প্যাড, সিল, জাল করে গ্রেফতার সিভিক ভলেন্টিয়র। পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের প্রধানের প্যাড, সিল এবং সই জাল করার অভিযোগে শ্রীঘরে ঠাঁই হল মালদহ থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের। জানা গিয়েছে, ধৃত সিভিকের নাম বিমল সরকার। বাড়ি পুরাতন মালদার ভাবুকের ফতেপুর গ্রামে।
অভিযুক্ত সিভিক ভাবুক অঞ্চলের প্রধানের প্যাডে সংশ্লিষ্ট এলাকার চার জন সিভিকের বিরুদ্ধে মালদহ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে। প্রধানের সই জাল করে অভিযুক্ত সিভিক ভলান্টিয়র ও তাঁর দলবল ভাবুক এলাকায় জুয়া এবং মদের আসর চালাচ্ছে বলে অভিযোগ। এই ঘটনা মালদহ থানা পুলিশ প্রথমে প্রধানকে জিজ্ঞাসাবাদ করে। তখন রীতিমতো আকাশ থেকে পড়েন প্রধান। তারপর পুলিশ তাঁকে প্যাড ও একাধিক কাগজ দেখান। প্রধান দাবি করেন, তাঁর সই জাল করা হয়েছে। প্রধানের বক্তব্য, ” আমি বিষয়টা জানতে পারি ২৯ তারিখ। তারপর থানায় অভিযোগ করি। আমার সই, প্যাডের সই জাল করা হয়েছে। ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে।”
তখনই তদন্তে নেমে মালদহ থানার পুলিশ ওই অভিযুক্তের সিভিক ভলান্টিয়রকে গত রাতে গ্রেফতার করে। বৃহস্পতিবার জেলা আদালতে পেশ করা হবে তাঁকে। তদন্তে পুলিশ এর পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন। জানা গিয়েছে, অভিযুক্তকে সিভিক ভলান্টিয়রকে কিছুদিনের জন্য ভিলেজ পুলিশ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার তাঁকে সরিয়ে নেওয়া হয়। এর পিছনে বড় কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে কোনও কথাই বলতে চাননি অভিযুক্ত সিভিক ভলান্টিয়র।