Maldah: মালদহ মেডিক্যাল কলেজে নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়রদের সরানো হল

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 18, 2024 | 9:37 PM

Maldah: এতদিন মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে প্রায় ২০ জন সিভিক ভলেন্টিয়র নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এবার সেই চিত্রটা বদলে গিয়েছে। তার পরিবর্তে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রতি শিফটে একজন করে এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক-সহ সাত জন পুলিশ কর্মী।

Maldah: মালদহ মেডিক্যাল কলেজে নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়রদের সরানো হল
মালদহ মেডিক্যাল কলেজ (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ: মালদহ মেডিক্যাল কলেজে নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত সিভিক ভলান্টিয়রদের সরিয়ে দেওয়া হল।  মালদহ মেডিক্যাল কলেজে বসানো হয়েছে ২২৮ টি সিসিটিভি ক্যামেরা। এর আগে সেই সংখ্যাটা ছিল ১৭১। হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে হাসপাতাল ঢোকার মূল প্রবেশদ্বার সমস্ত জায়গায় লাগানো ক্যামেরাগুলি বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে ২৪ ঘন্টা মনিটরিং করছেন দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা।

এতদিন মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে প্রায় ২০ জন সিভিক ভলেন্টিয়র নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এবার সেই চিত্রটা বদলে গিয়েছে। তার পরিবর্তে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রতি শিফটে একজন করে এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক-সহ সাত জন পুলিশ কর্মী। হাসপাতালে জরুরি বিভাগ, ট্রমা কেয়ার ইউনিট সহ একাধিক ওয়ার্ডে নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্মীরা।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পরই সুপ্রিম কোর্ট সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব জোরদার করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। হাসপাতাল, স্কুলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যাতে নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলান্টিয়ররা না থাকেন, সে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন সিজিআই। ইতিমধ্যেই আরজি করের নিরাপত্তার দায়িত্বে থাকা ২৯ জন সিভিক ভলান্টিয়রকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের আপাতত কোনও ডিউটি দেওয়া হচ্ছে না।

Next Article