মালদহ: বৃদ্ধের জমির আল দখলের অভিযোগ। প্রতিবাদ করতে গেলে বৃদ্ধকে ধারাল অস্ত্রে কোপের পর কোপ। প্রকাশ্যে এমন ঘটনায় উত্তেজনা মালদহের মানিকচক থানার কালিন্দী নতুনপাড়া এলাকায়। আক্রান্ত বৃদ্ধের নাম সুখদেব মণ্ডল। এলাকারই বাসিন্দা সুধাংশু মণ্ডল-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বাড়ি থেকে কিছুটা দূরেই গমের জমিতে কাজ করতে যান সুকদেব মণ্ডল। পাশেই রয়েছে প্রতিবেশী সুধাংশু মণ্ডলের জমি। অভিযোগ, সুকদেব মন্ডলের জমির আল দখল করছিলেন সুধাংশু। তা নিয়ে প্রতিবাদ করাতেই হামলা চালানো হয় বলে অভিযোগ।
ধারাল অস্ত্র দিয়ে বৃদ্ধের সারা শরীরে একাধিকবার কোপানো হয় বলে অভিযোগ। সুকদেবের চিৎকার শুনে তাঁর পরিবারের সদস্যরা ছুটে যান। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় মানিকচক গ্রামের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, সুকদেবের সারা শরীরে ক্ষত রয়েছে। প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে তাঁর। অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।