Maldah dacoity: CID তদন্তের মধ্যেই মালদহে আবার ডাকাতি

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 11, 2024 | 10:48 AM

Maldah dacoity: জানা গিয়েছে, স্কুল শিক্ষক উজির আলি ও তাঁর পরিবারের লোকেদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে, মারধর করে বেঁধে রেখে লুঠ করে ডাকাত দল। ঘরে রাখা টাকা গয়না,মূল্যবান জিনিসপত্র সবই লুটপাট করে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এর আগে মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।

Maldah dacoity: CID তদন্তের মধ্যেই মালদহে আবার ডাকাতি
ডাকাতি মালদহে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: কয়েকদিন আগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল মালদহর চাঁচল থানার পুলিশ। সেই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতে ফেরবড়সড় ডাকাতির ঘটনা মালদহে। এবার কালিয়াচকের শাহবাজপুরে এক স্কুল শিক্ষকের বাড়িতে ঢুকে হাত পা বেঁধে ডাকাতি চালায় দুষ্কৃতীরা। ঘরে একরকম তাণ্ড0ব চালায়।

জানা গিয়েছে, স্কুল শিক্ষক উজির আলি ও তাঁর পরিবারের লোকেদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে, মারধর করে বেঁধে রেখে লুঠ করে ডাকাত দল। ঘরে রাখা টাকা গয়না,মূল্যবান জিনিসপত্র সবই লুটপাট করে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এর আগে মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।

গত ২৫ ডিসেম্বর মালদহের চাঁচল থানার ঢিল ছোড়া দূরত্বে একটি বড় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। যে সময় উৎসবের মেজাজে ব্যস্ত শহরের বাকি জনগণ সেই সময়কেই ডাকাতির জন্য কাজে লাগায় ডাকাত দল। মাথায় হেলমেট ও মাঙ্কি ক্যাপ পরে গহনার দোকানে প্রবেশ করে তারা। দোকানের কর্মীদের মারধর করে প্রচুর গহনা লুট করে নিয়ে যায়। বেরনোর সময় এক রাউন্ড শূন্যে গুলিও চালায়। এই ঘটনায় ঝাড়খন্ডের এক যুবককে গ্রেফতার করা হয়। তারপর তদন্তে নামে সিআইডি। একদিকে যখন সিআইডি আগের ডাকাতির তদন্তে নেমেছে তখন আবার জেলার আরও এক জায়গায় ডাকাতি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Next Article